হয়ে গেল কনফার্ম! প্যারিস অলিম্পিকে কত কোটি টাকা ঢালবে BCCI? জানিয়ে দিলেন জয় শাহ

বাংলা হান্ট ডেস্ক: অবশেষে চার বছরের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে শুরু হতে চলেছে এবারের অলিম্পিক (Olympic Games)। সমগ্র বিশ্বজুড়ে ক্রীড়াপ্রেমীদের চোখ থাকে অলিম্পিকের দিকে। এবারে প্যারিসে বসেছে অলিম্পিকের আসর। যেটি শুরু হতে চলেছে আর মাত্র কয়েকদিন পরেই। ভারত ১৯০০ সালে প্রথমবারের মতো অলিম্পিকে অংশগ্রহণ করেছিল। এবার ২৬ তম বারের মতো অলিম্পিকে (Olymipc Games) অংশ নিতে চলেছে ভারত।

অলিম্পিকের (Olymipc Games) জন্য বড় ঘোষণা BCCI-এর:

এদিকে, এবারে ভারতের মোট ১১৭ জন খেলোয়াড় অংশগ্রহণ করবেন অলিম্পিকে (Olymipc Games)। এমতাবস্থায়, এই বিরাট আয়োজনের জন্য BCCI একটি বড় ঘোষণা করেছে। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, অলিম্পিকে অংশগ্রহণকারী খেলোয়াড়দের সহায়তা করার লক্ষ্যে ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনকে কয়েক কোটি টাকা দেওয়ার ঘোষণা করেছে BCCI।

অলিম্পিক নিয়ে BCCI-এর বড় ঘোষণা: এই প্রসঙ্গে BCCI সেক্রেটারি জয় শাহ সোশ্যাল মিডিয়ায় একটি বড় ঘোষণা করেছেন। জয় শাহ টুইট করেছেন, “আমি ঘোষণা করতে পেরে গর্বিত যে BCCI ২০২৪ সালের প্যারিস অলিম্পিকে (Olymipc Games) ভারতের প্রতিনিধিত্বকারী আমাদের অবিশ্বাস্য ক্রীড়াবিদদের সমর্থন করবে। আমরা এই অভিযানের জন্য ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনকে ৮.৫ কোটি টাকা প্রদান করছি।”

আরও পড়ুন: শেয়ার বাজারে ঝড় তুলল Tata Group-এর এই সংস্থা, শুধুমাত্র এক সপ্তাহেই লাভ ৪৩ হাজার কোটি

টোকিও অলিম্পিকের খেলোয়াড়দেরও সম্মান জানানো হয়: প্রসঙ্গত উল্লেখ্য যে, এর আগে ২০২১ সালের টোকিও অলিম্পিকে (Olymipc Games) পদক জয়ী খেলোয়াড়দের সম্মান জানিয়েছিল BCCI। অলিম্পিকে স্বর্ণপদক জয়ী নীরজ চোপড়াকে ১ কোটি টাকা, রৌপ্য জয়ী মীরাবাই চানু ও রবি দাহিয়াকে ৫০ লক্ষ টাকা এবং ব্রোঞ্জ জয়ীপিভি সিন্ধু, লভলিনা বোরগোহাইন, বজরং পুনিয়াকে ২৫ লক্ষ টাকার আর্থিক পুরস্কার প্রদান করা হয় BCCI-এর তরফে। এর পাশাপাশি ব্রোঞ্জ জয়ী ভারতীয় পুরুষ হকি দলকে দেওয়া হয় ১.২৫ কোটি টাকা।

আরও পড়ুন: সঞ্জীব গোয়েঙ্কার সাথে “ঝগড়ার” ফলে LSG ছাড়ছেন রাহুল? মিলল ইঙ্গিত, যুক্ত হবেন কোন দলে?

ভারত সর্বোচ্চ পদকের আশা করছে: এবার ভারতের খেলোয়াড়রা অলিম্পিকে সর্বোচ্চ পদকের আশা করছেন। পরিসংখ্যানের দিকে তাকালে দেখা যাবে যে, ভারত এখনও পর্যন্ত অলিম্পিক থেকে মোট ৩৫ টি পদক পেয়েছে। যার মধ্যে গত অলিম্পিকে ভারত সবথেকে বেশি পদক (মোট ৭ টি) পেয়েছিল। এমতাবস্থায়, প্রত্যেক ভারতবাসী চাইছেন এবারের অলিম্পিকে (Olymipc Games) যেন গতবারের নজির ভেঙে যায়। অর্থাৎ, খেলোয়াড়েরা যাতে আরও বেশি পদক ঘরে আনতে পারেন সেই আশাতেই রয়েছেন প্রত্যেকে।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর