চব্বিশের নির্বাচনে বাংলায় কত আসন পাবে তৃণমূল? দিলীপ ঘোষের ভবিষ্যদ্বাণী ঘিরে শোরগোল

বাংলাহান্ট ডেস্ক : ২০২৪ সালের লোকসভা নির্বাচনে তৃণমূলের (Trinamool Congress) আসন সংখ্যা গতবারের থেকে অর্ধেক হবে। এমনই ভবিষ্যৎবাণী করলেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। স্ট্যালিনের সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বৈঠক প্রসঙ্গে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি শুক্রবার বললেন, ‘গতবারে ২০১৯ সালে মমতা বন্দ্যোপাধ্যায় উত্তর ভারত যাত্রা করেছিলেন। যার যার বাড়ি গিয়েছিলেন সবার দোকান বন্ধ হয়ে গিয়েছে, কেউ কেউ এখন রাজনীতিতেই অপ্রাসঙ্গিক হয়ে পড়েছেন। এবার দক্ষিণ ভারত গিয়েছেন, আমি জানি না কী ফলাফল হবে। গতবারে এক ডজন সিট কমেছিল তৃণমূলের। গতবারে যা হয়েছে তার অর্ধেক হবে, অপেক্ষা করুন। আসছে ২৪ সাল।’

ইদানিং কালে ভারতের জাতীয় রাজনীতিতে বিরোধী ক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের গুরুত্ব অনেকখানি বেড়েছে বলেই মত রাজনৈতিক বিশ্লেষকদের। জাতীয় রাজনীতির আঙিনায় এই মুহুর্তে বিজেপি বিরোধী প্রধান মুখ যে তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সে কথা বারবার বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছেন তৃণমূলের নেতারা। এমন পরিস্থিতিতে ২০২৪-এর লোকসভা নির্বাচনের আগে মমতা- স্ট্যালিন বৈঠক ঘিরে স্বাভাবিকভাবেই জোর আলোচনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে।

চেন্নাই পৌঁছেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এমকে স্ট্যালিনের সাক্ষাৎ হয়। একান্ত বৈঠক করেন তৃণমূল দলনেত্রী। বুধবার সন্ধ্যাতেই চেন্নাইয়ে স্ট্যালিনের বাড়িতে বৈঠক হয় দুজনের। মমতা- স্ট্যালিন ছাড়াও ওই বৈঠকে হাজির ছিলেন, স্ট্যালিনের বোন, সাংসদ কানিমোজি, ছেলে উদয়নিধি এবং ডিএমকে নেতা টিআর বালু। এ দিন বৈঠক শেষে স্ট্যালিনের বাড়ি থেকে বেশ ফুরফুরে মেজাজেই বেরোন মমতা। সাংবাদিকদের বলেন, ‘স্ট্যালিন জি আমার ভাইয়ের মতো। যদিও এটা আগে ফিক্সড ছিল না। স্ট্যালিন ছাড়া চেন্নাই আসতে পারি কী করে? দু’জন পলিটিক্যাল লিডার একসঙ্গে হলে, রাজনীতি নিয়ে তো আলোচনা হবেই। তবে আমি কোনও পলিটিক্যাল দল নিয়ে কোনও কথা বলব না। এটা একটা সৌজন্যমূলক বৈঠক। ডেভলপমেন্ট নিয়েই আলোচনা হয়েছে আমাদের।’

এই বৈঠককে ঘিরেই শুরু হয়েছে রাজনৈতিক তর্জা। ২০২৩ সালের প্রথম দিকেই পঞ্চায়েত নির্বাচন। তারপর চব্বিশে লোকসভা নির্বাচন। তার আগেই লোকসভায় তৃণমূল কত আসন পাবে তার ভবিষ্যৎবাণী করে দিলীপ ঘোষ দলীয় কর্মীদের মনোবল চাঙ্গা করলেন বলেই মনে করছে রাজনৈতিক বিশেষজ্ঞ মহল।


Sudipto

সম্পর্কিত খবর