বাংলাহান্ট ডেস্ক : জল্পনা ছিল আগে থেকেই। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মার্কিন সফরে ট্রাম্প ক্যাবিনেটের অন্যতম দায়িত্বপ্রাপ্ত সদস্য তথা ধনকুবের এলন মাস্কের সঙ্গে বৈঠকের পর থেকেই গুঞ্জন ছিল অব্যাহত। অবশেষে তা সত্যি হল। ভারতে পা রাখতে চলেছে মাস্কের স্পেসএক্স সংস্থার স্টারলিঙ্ক (India-Starlink)। ইতিমধ্যেই ভারতের দুটি প্রথম সারির মোবাইল ফোন তথা ইন্টারনেট পরিষেবা প্রদানকারী সংস্থার সঙ্গে চুক্তিও সারা হয়ে গিয়েছে মাস্কের সংস্থার। আর এর সঙ্গে সঙ্গেই ভারতে ইন্টারনেট পরিষেবায় বড়সড় ঝড় উঠতে চলেছে বলে মনে করা হচ্ছে।
ভারতে আসার ব্যবস্থা পাকা স্টারলিঙ্কের (India-Starlink)
যেমনটা জানা যাচ্ছে, ইতিমধ্যেই ভারতী এয়ারটেল এবং রিলায়েন্স জিওর সঙ্গে চুক্তি সেরে ফেলেছে স্টারলিঙ্ক (India-Starlink)। তবে সংস্থাটি এদেশে পরিষেবা প্রদানের অনুমতি পাবে কিনা সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি কেন্দ্রীয় টেলিকম মন্ত্রক। স্টারলিঙ্ক ভারতে এন্ট্রি নিলে এদেশে ইন্টারনেট পরিষেবার মান এক ধাক্কায় বাড়বে, এটা যেমন ঠিক, তেমনি খরচটাও যে হু হু করে বাড়বে তাতেও কোনো সন্দেহের অবকাশ থাকছে না।
কী কী প্ল্যান থাকছে: কেমন হতে পারে স্টারলিঙ্কের (India-Starlink) খরচ? সংস্থাটির তরফে এখনও কোনো ঘোষণা না করা হলেও ভুটানে স্টারলিঙ্কের ব্রডব্যান্ড ইন্টারনেট মডেল থেকে পাওয়া যেতে পারে একটা আন্দাজ। সেখানে আপাতত দুটি প্ল্যান চালু রয়েছে- আবাসিক লাইট প্ল্যান এবং স্ট্যান্ডার্ড আবাসিক প্ল্যান। এর মধ্যে প্রথম মডেলটিতে পাওয়া যাবে ২৩ থেকে ১০০ এমবিপিএস গতির ইন্টারনেট। আর এক্ষেত্রে পড়বে প্রতি মাসে ৩ হাজার টাকা। এই প্ল্যানটি সোশ্যাল মিডিয়া ব্যবহার, ব্রাউজিং, স্ট্রিমিং এর ক্ষেত্রে লাভজনক বলে জানানো হয়েছে সংস্থার তরফে।
আরো পড়ুন : অন্যের “পাপের ফল” ভুগতে হল LIC-কে, এক ধাক্কায় গায়েব ৯৬৫ কোটি, প্রভাবিত হবেন গ্রাহকেরা?
কেমন হবে খরচ: অন্যদিকে স্ট্যান্ডার্ড আবাসিক প্ল্যানটিতে পাওয়া যাবে ২৫ থেকে ১১০ এমবিপিএস গতির ইন্টারনেট সঙ্গে আনলিমিটেড ডেটা। ফলত এটি এইচডি ভিডিও স্ট্রিমিং, ভিডিও কনফারেন্সের মতো ক্ষেত্রে লাভজনক হবে। তবে এটিতে খরচও বেশি, মাসে ৪২০০ টাকা।
আরো পড়ুন : ফের কাঁচি আরেক মেগার উড়ানে, ফেলে যাওয়া স্লট দখল করবে কে?
যদিও ভারতে স্টারলিঙ্কের (India-Starlink) এই দুটি প্ল্যানই আসবে কিনা তা বলা যাচ্ছে না নিশ্চিত করে। এর কারণ, ভুটানের তুলনায় ভারতে গ্রাহকের সংখ্যা বেশি। পাশাপাশি অন্যান্য সংস্থাগুলির সঙ্গে রয়েছে টক্কর। এছাড়াও বিদেশি ডিজিটাল পরিষেবার উপরে ৩০ শতাংশ কর চাপাবে কেন্দ্র। মনে করা হচ্ছে, সব মিলিয়ে এদেশে স্টারলিঙ্কের (India-Starlink) আবাসিক প্ল্যানের জন্য মাসে প্রায় ৩৫০০-৪৫০০ টাকা খরচ হতে পারে। অর্থাৎ প্রায় ১০-১৪ গুণ খরচ বাড়তে পারে ইন্টারনেট পরিষেবার।