কেন্দ্রীয় বিদ্যালয়ে পড়াতে চান সন্তানকে? কত হবে খরচ? জেনে নিন সম্পূর্ণ ফিস স্ট্রাকচার

বাংলা হান্ট ডেস্ক: প্রত্যেক বাবা-মাই চান যে তাঁদের সন্তানরা যাতে ভালো পড়াশোনা করে। আর সেই জন্য কোনো খামতি রাখতে চান না তাঁরা। পাশাপাশি, তাঁরা তাঁদের সন্তানকে ভর্তি করেন ভালো স্কুলেও। এমতাবস্থায়, ভালো সরকারি স্কুলের কথা উঠলে প্রথমেই চলে আসে কেন্দ্রীয় বিদ্যালয়ের (Kendriya Vidyalaya) নাম। কারণ দেশের সেরা সরকারি স্কুলের মধ্যে KVS অন্যতম হিসেবে বিবেচিত হয়। প্রতি বছর প্রচুর সংখ্যক অভিভাবক তাঁদের সন্তানকে KVS-এ ভর্তির জন্য আবেদন করেন। কিন্তু আপনি কি জানেন কেন্দ্রীয় বিদ্যালয়ের পড়াশোনার ক্ষেত্রে ফি কত হয়? বর্তমান প্রতিবেদনে এই প্রসঙ্গে বিস্তারিত তথ্য উপস্থাপিত করা হল।

কেন্দ্রীয় বিদ্যালয়ের ফি: মিডিয়া রিপোর্ট অনুসারে, প্রথম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত কেন্দ্রীয় বিদ্যালয় বিকাশ নিধির মাসিক ফি মাত্র ৫০০ টাকা। পাশাপাশি, প্রতিটি শ্রেণির ক্ষেত্রে অ্যাডমিশন ফি হল ২৫ টাকা এবং রিঅ্যাডমিশন ফি হল ১০০ টাকা।

How much will it cost to study in a Kendriya Vidyalaya.

KVS-এর টিউশন ফি: KVS-এ নবম শ্রেণি থেকে দশম শ্রেণি পর্যন্ত পড়ুয়াদের জন্য ১ মাসের টিউশন ফি ২০০ টাকা। এদিকে, তৃতীয় শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণির জন্য কম্পিউটার ফান্ড হল ১০০ টাকা। এর পাশাপাশি, একাদশ এবং দ্বাদশ শ্রেণির জন্য কম্পিউটার সাইন্সের ফি হল ১৫০ টাকা।

আরও পড়ুন: ভোটের আগে আচমকাই বেড়ে গেল পেট্রোল-ডিজেলের দাম! কলকাতায় কত হল? রইল নয়া রেট

ভারতে কয়টি কেন্দ্রীয় বিদ্যালয় আছে: মিডিয়া রিপোর্টে পাওয়া তথ্য অনুযায়ী ২০২৩ সাল পর্যন্ত দেশজুড়ে কেন্দ্রীয় বিদ্যালয়ের সংখ্যা হল ১,২৫৪ টি। যেখানে প্রতি বছর প্রায় ১৪ লক্ষ পড়ুয়া পড়াশোনা করে। জানিয়ে রাখি যে, ভারতে থাকা ১,২৫৪ টি কেন্দ্রীয় বিদ্যালয়কে ২৫ টি রিজনে বিভক্ত করা হয়েছে। যার মধ্যে একটি দিল্লিতেও রয়েছে। এদিকে, দ্বিতীয় শিফট যুক্ত KVS-এর নাম অন্তর্ভুক্ত করার পরে, দিল্লিতে মোট ৬৮ টি কেন্দ্রীয় বিদ্যালয় রয়েছে।

আরও পড়ুন: অন্যের পেছনে লাগতে গিয়ে নিজেই উজাড় হওয়ায় জোগাড়! দুর্বল হচ্ছে চিনা অর্থনীতি, লাভ হবে ভারতের

কেন্দ্রীয় বিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট: এমতাবস্থায়, আপনি যদি কেন্দ্রীয় বিদ্যালয়ে ভর্তি সংক্রান্ত কোনো তথ্য পেতে চান সেক্ষেত্রে আপনি KVS-এর অফিসিয়াল ওয়েবসাইট kvsangathan.nic.in-এ যেতে পারেন। এছাড়াও, ভর্তির জন্য আবেদন করতে চাইলে এই ওয়েবসাইট থেকে আবেদনপত্র পাওয়া যাবে। এর পাশাপাশি অনলাইন এবং অফলাইন উভয় মাধ্যমেই আবেদন করা যাবে।


Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর