বিজেপিতে কিভাবে গুরুত্ব পাওয়া যাবে তা শোভনকে বুঝিয়ে দিলেন মুকুল

বিজেপিতে সদ্য যোগ দিয়েছেন মমতার কানন শোভন চট্টোপাধ্যায়। দলে সেভাবে গুরুত্ব যে পাচ্ছেন না তা বলার অপেক্ষা রাখে না। শোভন ও বৈশাখীর বিজেপিতে যোগাদানের পর যেভাবে রাজ্য রাজনীতিতে ঝড় উঠেছে তাতে কারোর বোঝার উপায় নেই শোভন ও বৈশাখীকে নিয়ে দলের অন্দরে ঠিক কি হচ্ছে। কিন্তু দলের ভিতর অস্বস্তি ঢাকতে এবার নয়া বার্তা দিলেন মুকুল রায়। শনিবার বিজেপির সাংগাঠনিক বৈঠকের শেষে বিশেষ পর্যালচনায় শোভন বির্দোহ রুখতে টোটকা দিলেন মুকুল।

এদিনের সাংবিধানিক বৈঠকে ডাক পাননি শোভন ও বৈশাখী। বিজেপিতে যোগ দেওয়ার পরে যে কদর পাওয়ার আশা করেছিলেন তা কিন্তু কার্যত বেকারই বটে। তবে দলের ভিতরে জায়গা পেতে একটু কাঠ খড় পোড়াতে হয় বলেই মত প্রকাশ করলেন মুকুল। এদিন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মুকুল রায় শোভন ও বৈশাখীকে সাংগাঠনিক বৈঠকে না ডাকা নিয়ে নিজের প্রসঙ্গ তুলে ধরেন। তিনি বলেন তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করে জায়গা করে নিতে দুবছর সময় লেগেছিল। তাই তাঁদেরও একটু সময় দিতে হবে, এবং আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে।

শোভনের পুরসভা নির্বাচনে মেয়র পদপ্রার্থীর জল্পনা প্রসঙ্গে বলতে গিয়ে মুকুল রায় শোভনের রাজনৈতিক জীবনে তাঁর মন্ত্রীত্ব, পদ সামলানো নিয়ে ভূয়সী প্রশংসা করেছেন। পাশাপাশি, মেয়র, কাউন্সিলর হিসেবে বিভিন্ন দফতরে যে উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছিলেন সে বিষয়েও প্রশংসা করে মুকুল রায় শোভনের ময়ের পদপ্রার্থী করার খবর নেহাতই জল্পনা বলে জানান।এখানেই থেমে না থেকে পুরভোট নিয়ে রাজ্য সরকারকে আক্রমন শানান তিনি। পুরভোটে রাজ্য সরকারের হার নিশ্চিত তাই পুরভোট রাজ্য সরকার করাবে না বলে অভিযোগ তোলেন। এমনকি নির্বাচন নিয়ে রাজ্য সরকার ভীষণ ভাবে ভয় পেয়েছে বলেই মত প্রকাশ করেছেন তিনি।

 

 

সম্পর্কিত খবর