বাংলা হান্ট নিউজ ডেস্ক: কথায় বলে যে একজন অধিনায়ক ততটাই ভালো যতটা তার দল ভালো। কিন্তু তাও অধিনায়ক হিসেবে একটি দলকে সঠিকভাবে চালনা করাটা একেবারেই সোজা কাজ হয়। সেই প্রেক্ষিত চলতি মরশুমে ১০টি আইপিএল দলের ১০জন অধিনায়ক তাদের ব্যক্তিগত পারফরম্যান্সের পরিপ্রেক্ষিতে এখন পর্যন্ত ১৫তম মরশুমে কেমন করছেন সেটাই এই প্রতিবেদনে তুলে ধরা হলো……
হার্দিক পান্ডিয়া:
চলতি মরশুমে নিজের পারফরম্যান্সের পাশাপাশি দক্ষ অধিনায়ক হিসাবেও নিজেকে প্রতিষ্ঠা করছেন হার্দিক। চলতি মরশুমে ৮টি ম্যাচ খেলে মাত্র ১টি ম্যাচে জয়ের দেখা পায়নি তার দল গুজরাট টাইটান্স।
রবীন্দ্র জাদেজা:
চলতি মরশুমে প্রথমবার আইপিএল অধিনায়ক হয়েছেন। কিন্তু তিনি টস করতে নামলেও মাঠের মধ্যে মূল অধিনায়কত্বে দায়িত্বে মহেন্দ্র সিংহ ধোনিকেই দেখা গিয়েছে। তাই তার মূল্যায়ন করা সম্ভব নয়।
লোকেশ রাহুল:
নিজে ব্যাট হাতে রয়েছেন ভালো ফর্মে। খুব নজরকাড়া অধিনায়কত্ব না করলেও তার নেতৃত্বে জয়ের ধারা বজায় রাখতে পেরেছে নতুন ফ্র্যাঞ্চাইজি লখনউ সুপার জায়ান্টস।
শ্রেয়স আইয়ার:
তার ওপর অনেক আশা ছিল ভক্তদের। কিছু ব্যাট হাতে কিছু ভালো ইনিংস খেললেও অধিনায়ক হিসেবে এই আইপিএলে সফল বলা চলে না আইয়ারকে। কলকাতা যে কটি ম্যাচ জিতেছে তার বেশিরভাগই ব্যক্তিগত দক্ষতার ওপর ভর করে। এখনও অবধি অধিনায়ক হিসেবে চলতি মরশুমে ফ্লপ শ্রেয়স।
কেন উইলিয়ামসন:
তিনি যে একজন দক্ষ অধিনায়ক তা নতুন করে প্রমাণ করার দরকার নেই। চলতি মরশুমে খারাপভাবে শুরু করার পরে হায়দরাবাদ যে ভাবে প্রত্যাবর্তন করেছে তার জন্য উইলিয়ামসনের যে কোনও প্রশংসাই কম হবে।
ফ্যাফ দু প্লেসিস:
ব্যাট হাতে তিনি হয়তো নিজের সেরা সময় পেছনে ফেলে এসেছেন, কিন্তু তার নিজের এবং এতদিন ধরে দলের মুখ চালিকাশক্তি বিরাট কোহলির অফফর্মে থাকা সত্ত্বেও আরসিবি যেমনভাবে ছুটছে তাতে দু প্লেসিসের অধিনায়কত্বের একটা বড় ভূমিকা রয়েছে।
সঞ্জু স্যামসন:
চলতি আইপিএলে রাজস্থান রয়্যালস দুরন্ত ফর্মে থাকলেও তা যে স্যামসনের অধিনায়কত্বের গুণ এমনটা বলাটা হয়তো ঠিক হবে না। চলতি মরশুমে চাহাল এবং বাটলারের মতো ফর্মে থাকা তারকাদের উপস্থিতি তার অধিনায়কত্বের ভুলত্রুটি গুলো ঢেকে দিয়েছে।
রিশভ পন্থ:
চলতি মরশুমে অধিনায়ক হিসেবে পন্থকে আহামরি কিছু করতে দেখা যায়নি। বরং দু-একবার মেজাজ হারিয়ে দলের বিপদ ডেকে এনেছিলেন। অধিনায়ক হিসেবে চলতি আইপিএলে এখনও অবধি একপ্রকার হতাশই করেছেন পন্থ।
রোহিত শর্মা:
চলতি মরশুমে চূড়ান্ত ফ্লপ ক্রিকেটার এবং অধিনায়ক রোহিত। দু মাস ভারতের অধিনায়ক হয়ে তিনি টানা জিতে চলেছিলেন, তাকে আইপিএলে তার সেই রূপের ছায়া বলেই মনে হচ্ছে। সম্ভবত তার ব্যাটিংয়ে অফফর্ম তার অধিনায়কত্বেও প্রভাব ফেলছে।
ময়ঙ্ক আগরওয়াল:
ব্যাট এবং অধিনায়কত্ব, দু দিক দিকেই মধ্যম মানের মরশুম কাটাচ্ছেন ময়ঙ্ক। অনেক ভরসা করে তার ওপর অধিনায়কত্বের দায়িত্ব দেওয়া হয়েছে। আহামরি না হলেও ভদ্রস্থ অধিনায়কত্ব করতে দেখা গিয়েছে ময়ঙ্ককে।