ছানি অপারেশন থেকে চশমা বিতরণ, বিনামূল্যেই সবকিছু! রাজ্যের ‘চোখের আলো’ প্রকল্পে এইভাবে করুন আবেদন

বাংলাহান্ট ডেস্ক : বর্তমানে অধিকাংশ মানুষই ভোগেন চোখের সমস্যায়। বাড়তে থাকা দূষণ ও খাদ্যাভাসের জন্য অল্পবয়সী থেকে বৃদ্ধ, প্রত্যেকেই চোখের সমস্যায় কাবু । সঠিক সময়ে চিকিৎসা না করালে অনেক সময় দৃষ্টিশক্তিও হারাতে পারেন রোগী। তাই ২০২১ সালে রাজ্য সরকার সাধারণ মানুষের সুবিধার্থে শুরু করে চোখের আলো প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে রাজ্য সরকার চোখ পরীক্ষা, চশমা বিতরণ ও বয়স্কদের ছানি অপারেশনও করে থাকে।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) সম্প্রতি তার টুইটে (Tweet) এই প্রকল্পের সাফল্যের কথা তুলে ধরেন। মুখ্যমন্ত্রী বলেন গত দুবছরে এই প্রকল্পের মাধ্যমে ছানি অপারেশন (Cataract Operation) করা হয়েছে ১০ লক্ষ মানুষের। ১৫ লক্ষ মানুষকে বিনামূল্যে চশমা বিতরণ করা হয়েছে। বিনামূল্যে চশমা বিতরণ করা হয়েছে রাজ্যের দরিদ্র নাগরিক, স্কুল ও অঙ্গনওয়াড়ির কর্মী থেকে ছাত্র-ছাত্রীদের।

এই প্রকল্পের সুবিধা কারা পাবেন:

• শুধুমাত্র পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দাদের আবেদনই এই প্রকল্পের জন্য গ্রহণ করা হবে।
• আবেদনকারীর বয়স ৬০ বা তার অধিক হতে হবে।
• আবেদনকারী বাংলার অঙ্গনওয়াড়ির কর্মী বা রাজ্যের পড়ুয়া হলে তবেই আবেদন করতে পারবেন।

এই প্রকল্পে সুবিধা পাওয়ার জন্য প্রয়োজনীয় নথি:

আধার কার্ড, ভোটার আইডি কার্ড বা ঠিকানার যে কোনও সচিত্র প্রমাণপত্র, মোবাইল নম্বর এবং পাসপোর্ট মাপের ছবি।

 

কিভাবে আবেদন করবেন চোখের আলো প্রকল্পে:

এই প্রকল্পে আবেদন করার জন্য আপনাকে যোগাযোগ করতে হবে পঞ্চায়েত বা পুরসভার চোখের আলো শিবিরে। অনলাইনে এখনো পর্যন্ত এই প্রকল্পে আবেদন করা যায় না। পঞ্চায়েত ও পুরসভার কর্মীরা, আশাকর্মী এবং মহিলা আরোগ্য সমিতির সদস্যরা চোখের আলো প্রকল্পের শিবির সম্পর্কে এলাকা ভিত্তিক প্রচার চালাবেন। তাই ভুয়ো বিজ্ঞাপনে প্ররোচিত হবেন না।


Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর