ছাত্রছাত্রীদের জন্য সুখবর! অ্যাকাউন্টে ঢুকবে ৫০০০ টাকা! দুর্দান্ত উদ্যোগ রাজ্য সরকারের

বাংলা হান্ট ডেস্কঃ পড়াশোনার পথে যাতে বাধা হয়ে না দাঁড়ায় আর্থিক সমস্যা। সেই কারণে রাজ্যের দুঃস্থ মেধাবী ছাত্রছাত্রীদের পাশে দাঁড়িয়ে একাধিক স্কলারশিপ চালু করেছে সরকার। কোনও শিশু যাতে শিক্ষার অধিকার থেকে বঞ্চিত না হয়, সেই জন্যই এই উদ্যোগ নেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গ সরকারের (Government of West Bengal) এমনই একটি স্কলারশিপে যেমন ছাত্রছাত্রীদের আর্থিক বৃত্তি প্রদান করা হয়!

  • দুঃস্থ মেধাবী পড়ুয়াদের জন্য বড় উদ্যোগ সরকারের (Government of West Bengal)

পশ্চিমবঙ্গের SC, ST শিক্ষার্থীদের জন্য সরকারের তরফ থেকে একটি স্কলারশিপ চালু করা হয়েছে। সেই বৃত্তির নাম হল ওয়েসিস স্কলারশিপ (OASIS Scholarship)। এই স্কলারশিপে আবেদনকারী পড়ুয়াকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। একইসঙ্গে তাঁর পরিবারের বার্ষিক আয় ৩৬,০০০ টাকার কম হতে হবে।

এছাড়া যে সকল শিক্ষার্থী নবম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি অবধি লেখাপড়া করেছে, তাঁদেরকেই রাজ্য সরকারের (Government of West Bengal) এই স্কলারশিপের টাকা দেওয়া হয়। সেই সঙ্গেই এই বৃত্তির জন্য আবেদন করতে গেলে আবেদনকারী পড়ুয়ার নির্দিষ্ট নম্বর থাকতে হয়। SC শিক্ষার্থীদের পরীক্ষায় ৬০% নম্বর এবং ST শিক্ষার্থীদের ৪৫% নম্বর থাকতে হয়।

আরও পড়ুনঃ ‘তৃণমূলেই ছিলেন জন বার্লা’! উপনির্বাচনের আগে এক দাবিতে তোলপাড় রাজ্য!

রিপোর্ট বলছে, বর্তমানে পশ্চিমবঙ্গের ৪১০ জন SC ছাত্রছাত্রী এবং সমসংখ্যক ST ছাত্রছাত্রী ওয়েসিস স্কলারশিপের (Scholarship) সুবিধা পাচ্ছেন। এই বৃত্তির জন্য আবেদন করতে গেলে ইচ্ছুক পড়ুয়াকে নিজের বিদ্যালয়ের প্রধান শিক্ষক অথবা প্রধান শিক্ষিকার সঙ্গে যোগাযোগ করতে হবে। বিদ্যালয় থেকেই স্কলারশিপের ফর্ম নিয়ে তা পূরণ করে জমা দিয়ে দিতে হবে।

Government of West Bengal OASIS Scholarship

রাজ্য সরকারের (Government of West Bengal) এই স্কলারশিপে আবেদন করতে গেলে বেশ কিছু নথির দরকার হয়। আবেদনকারী শিক্ষার্থীর আধার কার্ড, কাস্ট সার্টিফিকেট, রেজাল্টের জেরক্স কপি, পরিবারের আয়ের শংসাপত্র তথা ইনকাম সার্টিফিকেট এবং আবেদনকারী পড়ুয়ার নিজস্ব ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর দরকার হয়। এই সকল নথি সহযোগে ওয়েসিস স্কলারশিপের আবেদনপত্র জমা করে দিতে হয়।

ad

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর