বাংলা হান্ট ডেস্কঃ নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি মত এবার পশ্চিমবঙ্গের ছাত্র-ছাত্রীদের জন্য স্টুডেন্ট লোনের ব্যবস্থা করেছে রাজ্য সরকার। সেই সূত্র ধরেই বুধবার নবান্ন থেকে স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রকল্পের সূচনা করেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। মুখ্যমন্ত্রী আরও জানিয়েছেন মাধ্যমিক পাশ করার পর যে কোন ছাত্র-ছাত্রী অনলাইনে এই প্রকল্পের সুবিধা নিতে পারবেন। এই প্রকল্পে ১৫ বছরের জন্য ১০ লক্ষ টাকা পর্যন্ত ঋণ পাবে ছাত্রছাত্রীরা। শুধু ডাক্তারি ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা কোর্স নয় স্নাতক, স্নাতকোত্তর, গবেষণা, চাকরির পরীক্ষার কোচিংয়ের ক্ষেত্রেও এই লোন ব্যবহার করতে পারবেন ছাত্রছাত্রীরা। রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে যে কোন ব্যাংকে একাউন্ট থাকলেই এই আবেদন করতে পারবেন তারা। আসুন দেখে নেওয়া যাক কিভাবে করতে হবে অ্যাপ্লিকেশন।
দেখে নিন কিভাবে করতে হবে অ্যাপ্লিকেশনঃ
১. সবার প্রথমে রাজ্য সরকারের অফিসিয়াল ওয়েবসাইট (www.wb.gov.in) বা banglaruchchashiksha.wb.gov.in এই ওয়েবসাইটটিতে যান এবং ‘Student Registration’-এ ক্লিক করুন।
২. নতুন পেজ খোলার পর সেখানে ছাত্র-ছাত্রীদের নিজের নাম, ঠিকানা, মোবাইল নম্বর, ইমেল আইডি প্রভৃতি তথ্য দিতে হবে। আপনার কাছে যদি আধার কার্ড থাকে তাহলে এক ধরনের ফর্ম ফিলাপ করতে হবে, যদি আধার কার্ড না থাকে আরেক ধরনের ফর্ম ফিলাপ করতে হবে। এরপর আপনাকে একটি পাসওয়ার্ড দিতে হবে। তারপর ‘Register’-বাটনে ক্লিক করলে আপনি যে মোবাইল নাম্বারটি দিয়েছেন তাতে একটি ওয়ান টাইম পাসওয়ার্ড বা ওটিপি পাঠানো হবে সংস্থার পক্ষ থেকে।
৩. এরপর সেই ওটিপি (OTP) নম্বর লিখে আপনাকে ‘Verify’-তে ক্লিক করতে হবে।
৪.পরপর এই ধাপগুলি অনুসরণ করলে আপনার রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন হবে। রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে কিনা তা বুঝতে পারবেন স্ক্রিনে আসা ‘Registration ID’-র মাধ্যমে। এছাড়া প্রক্রিয়া সম্পন্ন হলে ফোনেও তথ্য সম্বলিত একটি এসএমএস পাঠানো হবে।
৫. এরপর আপনাকে wbscc.wb.gov.in এই ওয়েবসাইটে গিয়ে Student Login-এ ক্লিক করে নতুন পেজ খুলতে হবে। সেখানে দিতে হবে আপনার রেজিস্ট্রেশন আইডি এবং পাসওয়ার্ড। তাহলেই আপনার জন্য নির্দিষ্ট একটি ‘Dashboard’ খুলে যাবে। সেখানে আপনি দেখতে পাবেন ‘Apply Now’ অপশন। এবার এই অপশনে ক্লিক করতে হবে।
৬.যে নতুন পেজ খুলবে সেখানে আরো বেশ কিছু তথ্য দিতে হবে ছাত্র-ছাত্রীদের। আধার কার্ড না থাকলে আপনাকে ভিন্ন রেজিস্ট্রেশন ফর্ম ফিলাপ করতে হবে। এবার আপনি পাবেন ‘Download Undertaking Documents’ নামক একটি অপশন। যদি পড়ুয়াদের কাছে প্যান কার্ড না থাকে একমাত্র সে ক্ষেত্রেই ‘Download Undertaking Documents’ ডাউনলোড করতে হবে। এরপর ঠিকানা, ব্যাঙ্ক অ্যাকাউন্ট-সহ যাবতীয় তথ্য দিতে হবে আপনাকে। তারপর নিচে দেওয়া ‘Save & Continue’ অপশনে ক্লিক পড়তে হবে।
৭. এর ফলে আপনি পৌঁছাবেন আরেকটি নতুন পেজে। এই পেজে আধার কার্ড থাকা এবং না থাকার ভিত্তিতে ভিন্ন ভিন্ন ফর্ম ফিলাপ করতে হবে ছাত্র-ছাত্রীদের। আধার কার্ড থাকলে সেখানে আবেদনকারীর ছবি, সহ-আবেদনকারীর(অভিভাবক) ছবি, আবেদনকারীর স্বাক্ষর, সহ-আবেদনকারী বা অভিভাবকের স্বাক্ষর, আধার কার্ড, সহ-আবেদনকারীর ঠিকানার প্রমাণপত্র (ভোটার আইডি), আবেদনকারীর ভর্তির রসিদের ছবি, প্যান কার্ড, সহ-আবেদনকারীর প্যান কার্ড, আবেদনকারীর কোর্স ফি সংক্রান্ত প্রয়োজনীয় নথির বিবরণ আপলোড করতে হবে।