আর হয়রানি নয়! বাড়ি বসেই আবেদন করুন নতুন রেশন কার্ড, জানুন পদ্ধতি

বাংলাহান্ট ডেস্কঃ নতুন রেশন কার্ড পেতে এতদিন হতে হত হয়রানির শিকার। তবে সে দিন আর নয়। এবার বাড়িতে বসেই মুঠোবন্দী স্মার্টফোনের মাধ্যমে সেরে ফেলতে পারবেন নতুন রেশন কার্ডের আবেদন। প্রধানমন্ত্রীর এক দেশ এক রেশন কার্ড নীতিতে দেশের যেকোন প্রান্ত থেকে রেশন সামগ্রী সংগ্রহ করতে পারবেন রেশন কার্ডধারীরা। এটি জারি হওয়ার পর থেকেই রেশন কার্ড আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

তবে অনেকেরই নতুন রেশন কার্ড পাওয়া নিয়ে ব্যাপক দৌড়ঝাঁপ করতে হয়। তারপরেই মেলে এই জরুরি জিনিসটি। কিন্তু এখন তার আর কোনও প্রয়োজন নেই। বাড়ি বসেই আবেদন করা সম্ভব রেশন কার্ডের। এমনকি তা আরও সহজে সম্পন্ন হবে।

ration 123

তবে, আপনি কি করতে পারবেন আবেদন ? পারলে কি কি আইডি প্রুফের প্রয়োজন ? এমনকি খরচ হবে কত ? এই সব প্রশ্নের উত্তর জানতে নীচে উল্লেখ করা গুরুত্বপূর্ণ তথ্য গুলি মনযোগ দিয়ে পড়ুন-

আপনি যদি নতুন রেশন কার্ডের আবেদন করতে চান, তাহলে অবশ্যই আপনার বয়স হতে হবে ১৮ বছর। আর সঙ্গে হতে হবে ভারতীয় নাগরিক। এর পাশাপাশি খরচ বাবদ আবেদনের জন্য লাগবে ৫ থেকে ৪৫ টাকা। যা আবেদন পত্র পূরণ করার চার্জ।

আবেদন করতে চাইলে, আপনি যে রাজ্যের বাসিন্দা সেই রাজ্যের প্রদত্ত অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন। আর আপনি যদি পশ্চিমবঙ্গের বাসিন্দা হন, তাহলে নীচে দেওয়া লিঙ্কে প্রবেশ করে ‘ apply online for ration card’ অপশনটিতে ক্লিক করে আবেদন করতে পারবেন।

ওয়েবসাইটটি হল – https://wbpds.gov.in/PDS/application.html

রেশন কার্ডের ( Ration Card )  আবেদন করতে আইডি প্রুফ হিসাবে আধার কার্ড ( Aadhaar Card ) , ভোটার কার্ড ( Voter Card ) , পাসপোর্ট ( Passport ) , হেলথ কার্ড ( Health Card ), ড্রাইভিং লাইসেন্স ( Driving Licence ) ইত্যাদি ব্যবহার করা যেতে পারে। এক্ষেত্রে আবেদনপত্র ফিলাপ করে অ্যাপ্লিকেশন জমা দেওয়ার পর ফিল্ড ভেরিফিকেশন হবে এবং আবেদনপত্রটি সঠিক হলে রেশন কার্ড ( Ration Card ) তৈরি হয়ে যাবে।

সম্পর্কিত খবর