ভ্যাপসা গরমে নাজেহাল বঙ্গবাসী, এরমধ্যেই বইবে ঝড়ো হাওয়া: আবহাওয়ার খবর

বাংলাহান্ট ডেস্কঃ নির্বাচন যত এগিয়ে আসছে বঙ্গে রাজনৈতিক উত্তাপ তত বৃদ্ধি পাচ্ছে। সেইরকমই আবহাওয়ার (weather) পারদও চড়তে শুরু করেছে। তাপমাত্রার পারদ ছুঁড়ে যাচ্ছে ৩৭ ডিগ্রির ঘর। ফাল্গুনের রোদের তেজে নাজেহাল বঙ্গবাসী। এখনই রোদের তেজে দিশেহারা মানবজীবন।

আজকের আবহাওয়া
বৃহস্পতিবার কলকাতা শহরে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৩ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সকালের দিকে আংশিক রৌদ্রোজ্জ্বল আকাশ এবং রাতের দিকে আংশিক মেঘলা আকাশ থাকতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।

679f0ae1 b3f6 48b6 be23 e79ec262b71c 1

আজকের দিনে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রার বিশেষ কোন পরিবর্তন না হলেও, সর্বনিম্ন তাপমাত্রা বেশ কিছুটা বাড়তে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। সকাল থেকে হালকা রোদ উঠতে দেখা গিয়েছে। তীব্র রোদের তেজ এখনই দেখা না গেলেও, হালকা রোদ ঘিরে রেখেছ গোটা কলকাতাকে। তবে এই হালকা রোদের মধ্যেই বেশ একটা তীব্র তেজ লুকিয়ে রয়েছে।

আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় বাংলার উত্তরের কিছু জেলা যেমন- দার্জিলিং, কালিম্পঙে ঘন্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। সেইসঙ্গে রয়েছে হালকা বজ্রবিদ্যুতসহ বৃষ্টির সম্ভাবনাও। তবে বাকি জেলাগুলো শুষ্ক থাকবে বলেই জানা গিয়েছে।

summer pti

অন্যদিকে বাংলার উত্তরে সামান্য বৃষ্টির দেখা মিললেও, বাংলার দক্ষিণে নেই দৃষ্টির কোন সম্ভাবনা। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের তাপমাত্রা ক্রমাগত বেড়েই চলেছে। সকালের দিকে একটু মনোরম আবহাওয়া বিরাজ করলেও, বেলা বাড়তেই তীব্র রোদের তেজ অনুভূত হচ্ছে। এখন শুধু তাপমাত্রা বৃদ্ধির সময়, আবহাওয়া শুষ্কই থাকবে।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর