পড়তে হবে না কারও খপ্পরে, ঘরে বসে স্মার্টফোনের মাধ্যমে সহজেই বানাতে পারবেন পাসপোর্ট! রইল উপায়

বাংলাহান্ট ডেস্ক : যেতে চান বাইরের দেশে, খুব আর্জেন্টলি যেতেই হবে, কিন্তু সমস্যা হলো আপনার কাছে নেই পাসপোর্ট (Passport), তাহলে তো মাথায় হাত! কারণ পাসপোর্ট বানাতে দালালের চক্কর কাটতেই লেগে যায় অনেক সময়। কিন্তু এখন আর কাটতে হবেনা দালালের চক্কর, পাসপোর্ট আবেদনের প্রক্রিয়া হয়ে গেছে এক্কেবারে জলের মতো সহজ।

এবার যে কেউ বাড়িতে বসেই পাসপোর্ট এর আবেদন করতে পারবেন। যত আর্জেন্ট ই হোক, যেকোনো সময়ে মিলবে পাসপোর্ট। ঘরে বসেই যখন খুশি নিজের স্মার্টফোনের মাধ্যমেই আবেদন করতে পারবেন সাধারণ মানুষ। শুধু পরিশ্রম নয়, এটি বাঁচাবে আপনার মূল্যবান সময় এবং দেশের যেকোনো প্রান্ত থেকে করতে পারবেন আবেদন।

কিভাবে করবেন আবেদন? জানতে আপনাদের জন্য রইলো বিস্তারিত আলোচনা।

১. ঘরে বসেই পাসপোর্ট আবেদনের জন্য প্রথমেই আপনার স্মার্টফোনে ডাউলোড করুন m-passport seva অ্যাপ্লিকেশন টি ।

২. ক্লিক করুন New User Register এ।

৩. ড্রপ ডাউন মেনুতে যান। মেনু থেকে নির্বাচন করুন পাসপোর্ট অফিস ।

৪. নির্দিষ্ট স্থানে আপনার ব্যক্তিগত তথ্য দিয়ে পূরণ করুন ।

৫. লগ ইন করার সময় নিজের একটি ইউনিক আইডি দিন । পাসওয়ার্ড দিন খুব ইউনিক ভাবে ।

৬. ক্যাপচা কোড দেখে লিখে দিন এবং সাবমিট করুন ।

৭. আপনার দেওয়া ইমেইল আইডি তে এবার একটি যাচাই করণের জন্য একটি লিংকসহ মেইল আসবে । সেই লিংকে ক্লিক করুন ।

৮. অ্যাকাউন্ট সক্রিয় করতে সেই লিংকে ক্লিক করুন । এবং এবার খুলে যাওয়া ওয়েব পেজে পুনরায় আপনার লগ ইন আইডি ও পাসওয়ার্ড দিন। হয়ে গেল আপনার একাউন্ট যাচাই।

৯. এবার আপনার অ্যাপটি বন্ধ করে আবার খুলুন । এবার ব্যাবহারকারি বাটনে ক্লিক করুন। আবার লগ ইন করুন । এবার আবার একটি পেজ খুলবে ।

১০. Apply for fresh passport অপশনে ক্লিক করুন । এবার ফী দিতে হবে । ব্যাস হয়ে গেল আপনার পাসপোর্ট আবেদন সম্পূর্ন ।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর