বাংলা হান্ট ডেস্কঃ প্রায় দিনই গ্রাহকদের জন্য নিত্যনতুন অফারের ডালি সাজিয়ে নিয়ে আসে জিও (Jio)। গ্রাহকদের সুবিধার্থে সস্তার প্ল্যান থেকে শুরু করে, বার্ষিক নানা রকমের পোস্টপেইড হোক কিংবা প্রিপেইড, একের পর এক অফার নিয়ে গ্রাহকদের চমক দেয় জিও।
বর্তমান সময়ে জিও এমন এক প্ল্যান এনেছে, যেখানে আপনি রিচার্জের সঙ্গে পেয়ে যাবেন ক্যাশব্যাকও। অর্থাৎ অফারের সঙ্গে থাকছে অর্থ জেতার সুযোগও। 249 টাকা, 555 টাকা এবং 599 টাকার প্রিপেইড প্ল্যানগুলিতে রিচার্জের সঙ্গে থাকছে 20% ক্যাশব্যাক পাওয়ার সুযোগ। আকর্ষণীয় ছাড়ের সঙ্গেই জিওর এই প্ল্যানগুলি বাকি টেলিকম কোম্পানির প্ল্যানের থেকে অনেক কমদামে মিলছে।
গ্রাহকদের আকর্ষিত করার জন্য জিওর এই অফার থাকছে শুধুমাত্র জিও মোবাইল অ্যাপ বা জিও অফিসিয়াল সাইটে রিচার্জের পরিবর্তে। অর্থাৎ শুধুমাত্র জিও মোবাইল অ্যাপ বা জিও অফিসিয়াল সাইট থেকে রিচার্জ করলেই, এই ক্যাশব্যাকের সুযোগ পাবেন গ্রাহকরা এবং শুধুমাত্র এই প্ল্যানগুলোর ক্ষেত্রেই এই ক্যাশব্যাক প্রযোজ্য।
249 টাকার প্রিপেইড প্ল্যানে গ্রাহক পেয়ে যাচ্ছেন প্রতিদিন ২ জিবি ডেটা, আনলিমিটেড ভয়েস কলের সুবিধা, প্রতিদিন ১০০ ফ্রি এসএমএস, জিও অ্যাপ, যেমন জিও সিনেমা, জিও টিভি, জিও নিউজ, জিও সিকিউরিটি এবং জিও ক্লাউড অ্যাপের ফ্রি অ্যাক্সেস। বৈধতা থাকছে মাত্র ২৮ দিন।
555 টাকার প্রিপেইড প্ল্যানে গ্রাহক পেয়ে যাচ্ছেন প্রতিদিন ১.৫ জিবি ডেটা, আনলিমিটেড ভয়েস কলের সুবিধা, প্রতিদিন ১০০ ফ্রি এসএমএস, জিও অ্যাপ, যেমন জিও সিনেমা, জিও টিভি, জিও নিউজ, জিও সিকিউরিটি এবং জিও ক্লাউড অ্যাপের ফ্রি অ্যাক্সেস। বৈধতা থাকছে মাত্র ৮৪ দিন।
599 টাকার প্রিপেইড প্ল্যানে গ্রাহক পেয়ে যাচ্ছেন প্রতিদিন ২ জিবি ডেটা, আনলিমিটেড ভয়েস কলের সুবিধা, প্রতিদিন ১০০ ফ্রি এসএমএস, জিও অ্যাপ, যেমন জিও সিনেমা, জিও টিভি, জিও নিউজ, জিও সিকিউরিটি এবং জিও ক্লাউড অ্যাপের ফ্রি অ্যাক্সেস। বৈধতা থাকছে মাত্র ৮৪ দিন।
তবে জানিয়ে রাখি, আপনি এই ক্যাশব্যাক সরাসরি পাবেন না। এরজন্য আপনাকে JioMart থেকে কেনাকাটা করতে হবে। তাহলেই আপনি এই ক্যাশব্যাক পাবেন। ধরে নিন আপনি ৫৫৫ টাকার রিচার্জ করেছেন। তাহলে জিও ২০ শতাংশ হিসেবে ১১০ টাকার জিওমার্ট পয়েন্ট দেবেন। এরপর আপনি JioMart থেকে ৫৫০ টাকার বেশি কেনাকাটা করলে সেই ১১০ টাকা কাটিয়ে নিতে পারবেন।