এই উপায়গুলি আপনাকে ভারী জরিমানার হাত থেকে বাঁচাতে পারে।

 

 

বাংলা হান্ট ডেস্ক: নতুন মোটর আইন ( Motor vehicle act 2019) আইন জারি হওয়ার পর থেকেই সারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে অনেক বেশি পরিমাণে চালান কাটার খবর সামনে এসেছে। তবে ভালো দিক বিশ্লেষণ করলে দেখা যাবে এই আইনের ফলে মানুষের সচেতনতা বৃদ্ধি পায়। কিন্তু যদি আপনারও চালান কেটে থাকে আর আপনার মনে হয় ভুল কারণের জন্য চালান কাটা গেছে বা জরিমানার পরিমাণ খুব বেশি তাহলে ভয় পাবেননা। সবার আগে আপনার জানা উচিৎ যে আপনার ঐ সময়ই চালান ভরার দরকার নেই এবং এর জন্য পুলিশ আপনাকে জোর করতে পারবেনা। আপনাকে আপনার জরিমানা কোর্টে গিয়ে ভরতে হবে। তবে কোর্টে গেলেও যে আপনাকে চালান ভোটেই হবে তার কোনো মানে নেই। কোর্টে আপনাকে ট্রাফিক পুলিশের রেজিস্টারে গাড়ি নম এবং চালান নম এর সাথে দুটো বিকল্প দাওয়া হবে। আপনি নিজের ভুল স্বীকার করছেন নাকি করছেন না।যদি আপনি কোনো দোষ না করে থাকেন তাহলে ট্রাফিক পুলিশকে আপনি যে নিয়ম ভঙ্গ করেছেন তা প্রমাণ করার জন্য উপযুক্ত সাক্ষ্য প্রমাণ পেশ করতে হবে আর তা যদি সে না পারে তাহলে আপনাকে চালান জমা দিতে হবেনা।কিন্তু আপনার দোষ যদি প্রমাণিত হয় আর আপনি দ্বিতীয়বার এমন দোষ না করার কথা আদালতকে দেন তবে আপনার জরিমানা কম হতে পারে। যদি কোনো কারণে আপনি নিজে কোর্টে উপস্থিত থাকতে না পারেন তবে আপনি আপনার উকিল কে দিয়েও টাকা পাঠাতে পারেন।

IMG 20190911 123142

মোটর ভেহিকল আইন ২০৬ অনুসারে যদি আপনার কাছে গাড়ির কাগজ, ড্রাইভিং লাসেন্স না থাকে বা আপনি যদি নাবালক হয়ে গাড়ি চালান, হেলমেট না পড়েন কিংবা আপনার বানিজ্যিক গাড়ির যদি পারমিট না থাকে তাহলে আপনার গাড়ি হেফাজতে নাওয়া হতে পারে । এক্ষেত্রে আপনি ট্রান্সপোর্ট অথরিটি বা কোর্টে অরিজিনাল কাগজ দেখিয়ে গাড়ি ছাড়াতে পারেন।

সম্পর্কিত খবর