বাংলা হান্ট ডেস্কঃ আচ্ছা আপনাদের প্লেনে (Airplane) চড়ার অভিজ্ঞতা রয়েছে নিশ্চয়ই। বাস, ট্রেনে চড়ার নিয়ম আলাদা আর প্লেনে চড়ার নিয়ম একেবারে আলাদা। কারণ ট্রেনে, বাসে ঠেসে, ঠুসে ঝুলে ঝুলে যেতে হয়, কিন্তু প্লেনে (Airplane) সে করার জো নেই। মনে রাখবেন প্লেনে চড়া থেকে শুরু করে, নামা অবধি প্রত্যেকটি পদক্ষেপেই বিশেষ নিয়ম মানতে হয়। নাহলে উপায় নেই। তবে যদি বলি প্লেনের টিকিট কেটেছেন দুটি! তবে তিন সারির পুরো (Airplane) আসনটাই আপনার। এমনটাও সম্ভব হয় নাকি?
প্লেনের (Airplane) টিকিট কাটার আগে জানুন এই ছোট্ট উপায়
উত্তর আসবে হ্যাঁ অবশ্যই হয়, না হওয়ার তো কোনো কারণ নেই। বিমানে যাত্রীদের চাপ বেশি না থাকলে এমনটা হওয়া কোনো বড় বিষয় নেই। তবে যাত্রী থাকা সত্ত্বেও এক বিশেষ কৌশলেও কিন্তু ২ জনের টিকিট কেটে বিমানে তিন সারির আসন পুরোটাই উপভোগ করতে পারবেন। কিন্তু প্রশ্ন যাচ্ছে কিভাবে? এই বিষয়ে সমাজমাধ্যমে এক ব্যক্তি বিশেষ উপায় বাতলে দিয়েছেন। এই ম্যাজিক কাজে লাগালেই আপনার প্লেনে (Airplane) চড়া সার্থক। কিভাবে দুটি শিট কেটে তিনটি আসন উপভোগ করবেন জেনে নিন।
ওই ব্যক্তির মতে, এক্ষেত্রে তিনটি সারির আসনে টিকিট কাটতে হবে। তবে কাটতে হবে দুটি আসনের টিকিট। আপনারা বেশিরভাগ সময়, জানলার ধার থেকে পাশাপাশি সিটের দুটি টিকিট কাটেন। নয়তো জানলার ধার ছেড়ে দুটো টিকিট কাটা হয়। তবে এতে লাভের লাভ হবে না। সেক্ষেত্রে আপনাকে জানলা ধারে সিট নিয়ে মাঝেরটি ফাঁকা রেখে, কোনার সিট নিলে কাজ হতে পারে। কারণ বেশিরভাগ ব্যক্তিরাই মাঝের সিটে বসতে চান না।
আরও পড়ুন : লাইনের ওপরেই ছিল “গভীর ষড়যন্ত্র”! চালকের তৎপরতায় বড় বিপদ থেকে বাঁচল বন্দে ভারত
মাঝের সিট দেখে মুখ ঘুরিয়ে চলে যান। এতে করে মাঝে সিটের যেমন বসার সম্ভাবনা কমে যায় তেমনি সিটটাও আপনার আয়ত্তে চলে আসে। যাত্রী বেশি নাহলে মাঝের সিটে বসার সম্ভাবনা অনেক কম। আর যদি যাত্রী বেশি না থাকে তাহলে তো আর কোন কথাই নেই। ফলে সিট ফাঁকা থেকে গেলো আর হাত পা ছড়িয়ে বসাও গেলো।
এছাড়াও আরো একটি সহজ পন্থার কথা বলেছেন। প্লেনে যাত্রা করার সময়, ১৩ নম্বর সারিটি বেছে নেওয়ার পরামর্শ দিয়েছেন। কারণ ঐ ব্যক্তির মতে যেহেতু এখনো অনেকেই কুসংস্কারে বশবর্তী, তাই বেশিরভাগ যাত্রীরাই বিজোড় সংখ্যার সিট এড়িয়ে চলেন। ফলে এই সংখ্যার সিট বুক করলে বাড়তি আসন পাওয়ার সম্ভাবনা বেড়ে যায়।
‘বিজেপির মেদ হয়েছে…’ বিস্ফোরক দিলীপ ঘোষ, শুভেন্দুকে নিয়েও বড় মন্তব্য প্রবীণ নেতার