বাংলাহান্ট ডেস্ক : আবারও বাড়ল পেট্রোল ডিজেলের দাম (Petrol Diesel Price)। মঙ্গলবার তেল সংস্থাগুলি জ্বালানি তেলের দাম আরও ৪০ পয়সা বাড়ালো। এই নিয়ে গত দু সপ্তাহে ১৩ বার বাড়ল জ্বালানি তেলের দাম। গত ১৫ দিনের মধ্যে ২৪ মার্চ এবং ১ এপ্রিল এই দুই দিন ছাড়া প্রতিদিনই বেড়েছে পেট্রোল ডিজেলের দাম। ফলে আকাশ ছুঁয়েছে মূল্যবৃদ্ধি। এহেন মূল্যবৃদ্ধির জেরে কার্যতই মাথায় হাত সাধারণ মানুষের।
মঙ্গলবার দাম বাড়ার পর কলকাতায় পেট্রোলের দাম বেড়ে হয়েছে ১১৪ টাকা ২৮ পয়সা। ডিজেলের দাম লিটার পিছু ৯৯ টাকা ২ পয়সা। দিল্লিতে এই দাম পেট্রোল এবং ডিজেলের ক্ষেত্রে যথাক্রমে লিটার পিছু ১০৪ টাকা ৬১পয়সা এবং ৯৫ টাকা ৮৭ পয়সা। অন্যদিকে মুম্বাইতে দাম বেড়ে হয়ে দাঁড়িয়েছে ১১৯ টাকা ৬৭ পয়সা এবং ১০৩ টাকা ৯২ পয়সা।
এহেন মাত্রাছাড়া মূল্যবৃদ্ধির জেরে কার্যতই ক্ষোভ সৃষ্টি হচ্ছে সাধারণ মানুষের মধ্যে। এই ইস্যুতে কেন্দ্র সরকারের বিরোধিতা করে মাঠে নেমেছে বিরোধী শিবিরও। বিরোধীদের অভিযোগ, পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের কারণে এতদিন তেল বিক্রেতা কোম্পানিগুলিকে জ্বালানি তেলের দাম বাড়াতে বাধা দিয়েছে মোদী সরকার। কিন্তু রাশিয়া ইউক্রেন যুদ্ধ পরিস্থিতিতে আন্তর্জাতিক বাজারে তেলের দাম ব্যারেল পিছু ১১২ ডলারে পৌঁছানোর পর তেল বিক্রেতা সংস্থাগুলি বাল্ক ক্রেতাদের জন্য প্রতি লিটারে দাম বাড়িয়েছে ২৫ টাকা। যার জেরে পর্যায়ক্রমে খুচরো দামও বাড়ানো হবে বলেই সাফ জানিয়ে দিয়েছেন তেল ব্যবসায়ীরা।
প্রসঙ্গত , আপনার শহরের প্রতিদিনের পেট্রোল ডিজেলের রেট কত, তা নিজেই জানতে পারবেন আপনিও। এসএমএস বা ওয়েবসাইট দুটির মাধ্যমেই জানা সম্ভব রোজকার তেলের দাম। এসএমএস এর মাধ্যমে জানার জন্য আপনার RSP এবং শহরের কোড লিখে 9224992249 এই নাম্বারে এসএমএস করলেই জানিয়ে দেওয়া হবে আপনার শহরে সেই দিনের পেট্রোল এবং ডিজেলের দাম। প্রতিটি শহরেরই কোড আলাদা। আপনার RSP এবং শহরের কোড আপনি জেনে নিতে পারবেন ইন্ডিয়ান অয়েলের ওয়েবসাইট থেকেই।