বাংলাহান্ট ডেস্ক : ভোটার কার্ড (Voter Card) আমাদের জাতীয় পরিচয় পত্র। ভোটার কার্ড আমাদের নাগরিকত্বকে স্বীকৃতি দেয়। কিন্তু অনেক সময় আমাদের পকেট বা মানিব্যাগ থেকে ভোটার কার্ড হারিয়ে যায়। পুরনো ভোটার কার্ড ফিরে পেতে অনেককেই নাস্তানাবুদ হতে হয়। আগামীকাল রাজ্যে পঞ্চায়েত নির্বাচন। পঞ্চায়েত নির্বাচনে ভোট দেওয়ার জন্য প্রয়োজন হবে ভোটার কার্ডের।
যদি শেষ মুহূর্তে দেখেন আপনার ভোটার কার্ডটি খুঁজে পাচ্ছেন না বা হারিয়ে গেছে তাহলে চিন্তা করবেন না। আজকের এই প্রতিবেদনে আমরা আপনাদের বলব কীভাবে ঘরে বসে মাত্র ৫ মিনিটের মধ্যে ভোটার আইডি পেয়ে যাবেন। আপনারা চাইলে ঘরে বসেই মোবাইল ফোনের মাধ্যমে ডাউনলোড করে নিতে পারেন ডিজিটাল ভোটার কার্ড।
অনলাইন মাধ্যমে পিডিএফ আকারে ডাউনলোড করতে পারেন ভোটার কার্ড। ফোনের স্টোরেজ ছাড়াও আপনারা ডিজি লকার অ্যাপেও এই ভোটার কার্ড সুরক্ষিত করে রাখতে পারেন। ডিজিটাল ভোটার কার্ড ডাউনলোড করার জন্য আপনাদের https://eci.gov.in/e-epic/ এই ওয়েবসাইটে যেতে হবে। সেখানে গিয়ে ক্লিক করতে হবে ডাউনলোড ই-এপিআইসি অপশনে।
আগে থেকে যদি আপনার অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগইন করুন। যদি অ্যাকাউন্ট না থাকে তাহলে মোবাইল নম্বর দিয়ে নিবন্ধন করুন প্রথমে। নতুন পেজ ওপেন হলে সেখানে ইউনিক ইপিআইসি নম্বর বসান। তথ্য যাচাই এর পর আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বরে আসবে ওটিপি। সেই ওটিপি এন্টার করে ডাউনলোড করে নিন ডিজিটাল ভোটার কার্ড।