বাংলাহান্ট ডেস্ক : বিগত কয়েক দিনের বৃষ্টিতে বিভিন্ন জায়গায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বেশ কিছু জায়গা জলমগ্ন হয়ে পড়েছে। এই সময়টাতে বিভিন্ন জায়গায় সাপের উপদ্রব দেখা দেয়। বিষাক্ত থেকে সাধারণ বিষহীন সাপ, বিভিন্ন ধরনের সাপের উপদ্রব লেগে থাকে রাস্তাঘাট থেকে বাড়ি-ঘরেও। সাপকে দেখে ভয় পান না এমন মানুষ খুঁজে পাওয়া বিরল।
সবাই এড়িয়ে চলতে পছন্দ করেন সরীসৃপ এই জীবটিকে। বর্ষার দিনে অনেক সময় বাড়িতে সাপ ঢুকে পড়ে। চলুন আজ আমরা জেনে নেব কীভাবে ঘরবাড়ি থেকে দূরে রাখবেন সাপকে। শুধু বর্ষা নয়, বছরের যে কোনও সময় ঘরে ঢুকতে পারে সাপ। তাই সর্বদা বাড়ির আশপাশ পরিষ্কার রাখতে হবে। বাড়ির আশেপাশে টব, ইঁট, অপ্রয়োজনীয় জিনিস রেখে দেবেন না।
আরোও পড়ুন : আগামী ৪৮ ঘন্টায় কি ফের তোলপাড় হতে চলেছে আবহাওয়া? জেনে নিন আইএমডির বড় আপডেট
কারণ অনেক সময় এই জায়গাগুলিতে সাপ এসে বাসা বাঁধে। বৃষ্টির হাত থেকে রক্ষা পাওয়ার জন্য আশ্রয়স্থল হিসেবে সাপ এই জায়গাগুলি বেছে নেয়। বাড়ির বাগানে যদি বড় গাছের পাতা থাকে তাহলে সেগুলিকে কেটে ছোট করে দিন। এমনকি পরিষ্কার করে দিন ঝোপ ঝাড়। সর্বদা পরিষ্কার রাখুন নর্দমা। বাড়ির প্রবেশের পথে, বাগানে সন্ধ্যাবেলা থেকে সর্বদা আলো জালিয়ে রাখুন।
আরোও পড়ুন : ১৫ অক্টোবরেই ছুটবে বাংলার প্রথম AC লোকাল! চড়তে গেলে খরচা কত? দেখুন রেলের হিসেব
ইঁদুর ও ব্যাঙ সাপের প্রিয় খাদ্য। বাড়িতে ইঁদুর, ব্যাঙের যাতে উপদ্রব না থাকে সেই দিকে নিশ্চিত হন আগে। অনেক সময় ইঁদুর, ব্যাঙ শিকারের লোভে সাপ ঘরে ঢুকে পড়ে। যদি বাড়িতে ইঁদুর থাকে তাহলে তৎক্ষণাৎ সেটি তাড়ানোর ব্যবস্থা করুন। বাড়িতে যে গর্তগুলি রয়েছে সেগুলিতে জাল লাগিয়ে দিন। সর্বদা নর্দমার মুখ বন্ধ রাখুন।
অনেকে সাপ তাড়ানোর জন্য কার্বলিক এসিড, ব্লিচিং পাউডার ব্যবহার করেন। কিন্তু কার্বলিক এসিড দ্রুত হাওয়ার সাথে মিশে হালকা হয়ে যায়। অন্যদিকে ব্লিচিং পাউডার জলে ধুয়ে যায়। তাই এইসব যৌগ ব্যবহার করে খুব একটা ফল পাওয়া যায় না। সর্বদা সতর্ক থাকুন, বাড়িতে বিষাক্ত সাপ প্রবেশ করলে খবর দিন বনদপ্তরকে।