বাংলা হান্ট ডেস্ক : বাচ্চাদের হাতের লেখা (Handwriting) সুন্দর করার জন্য মায়েরা প্রতিনিয়ত নিত্যনতুন চেষ্টা করতে থাকেন। এমনকি প্রতিদিন পাতার পাতার পর এটা ওটা লেখান। শুধুমাত্র হাতের লেখা (Handwriting) ভালো করার জন্য। কিন্তু তারপরও দেখা যায় হাতের লেখার (Handwriting) কোনো উন্নতি নেই। বিশেষ করে বর্তমানে মোবাইল যুগে বাচ্চাদের মধ্যে আরো অবনতি দেখা যাচ্ছে। তবে এখন থেকে আর মায়েদের এই হাতের লেখা নিয়ে চিন্তা করতে হবে না। কারণ আজকের প্রতিবেদনে জানাবো দারুণ একটি ব্যায়ামের কথা বলবো।
সমাজ মাধ্যমে বেশ ভাইরাল এই ব্যায়াম। এটি একপ্রকার হাতের ব্যায়াম। প্রতিদিন নিয়ম করে ২ মিনিট এই ব্যায়াম করান। দেখবেন ১০ দিনের মধ্যেই আপনার বাচ্চার হাতের লেখা কত সুন্দর হয়ে গিয়েছে।
আসুন জানা যাক, হাতের লেখা (Handwriting) ভালো করার কি সেই ব্যায়াম?
প্রথমে একটি পেজে বড় করে আয়তক্ষেত্র আঁকুন। এরপর সেই আয়তক্ষেত্রকে মাঝামাঝি করে একটি সরল রেখা দিয়ে ভাগ করুন। এতে করে ওই আয়তক্ষেত্র থেকে দুটি ত্রিভুজ তৈরি হবে। এরপর উপরের দিকে ত্রিভুজে গোলগোল করে আঁকতে থাকুন। শুরু থেকে ত্রিভুজের শেষ প্রান্ত অব্দি হাত না থামিয়ে বৃত্ত আঁকা চাই।
প্রথম ত্রিভুজের আঁকা শেষ হয়ে গেলে তারপর দ্বিতীয় ত্রিভুজেও একই ভাবে বৃত্ত আঁকুন। তবে মনে রাখবেন, প্রথম ত্রিভুজে বড় বৃত্ত করতে করতে ছোট বৃত্ত আঁকতে হবে। আর দ্বিতীয় ত্রিভুজের ক্ষেত্রে ছোট থেকে বড় বৃত্ত আঁকতে হবে। এইটা হলো প্রথম ব্যায়াম।
আরও পড়ুন : তৈরি হল নজির! এবার “অল টাইম হাই”-তে পৌঁছল ভারতের বৈদেশিক মুদ্রার ভাণ্ডার, চমকে দেবে পরিসংখ্যান
এরপর পেজে আরো একটি আয়তক্ষেত্র আঁকুন। এক্ষেত্রে আপনাকে ঘড়ির কাঁটা যেভাবে তার অবস্থান পরিবর্তন করে ঠিক সেইভাবে গোল করতে হবে। অর্থাৎ উপর থেকে এনে ফের আবার উপরে গিয়ে বৃত্তর বিন্দু মেলাতে হবে। এইভাবে আয়তক্ষেত্রের উপর বৃত্ত আঁকতে থাকুন। প্রতিদিন বাচ্চাকে দিয়ে এই কাজ করাতে পারলে দশ দিনের মধ্যে হাতেনাতে ফল পাবেন।
শুধু তাই নয় এগুলি ছাড়াও আপনার বাচ্চাকে হাতে দিয়ে সরলরেখা আঁকান। এমনকি হাত দিয়ে শুধু বৃত্তও আঁকাতে পারেন। হাতের এই ব্যায়ামগুলি হাতের লেখার জন্য দারুন কার্যকর।