বাংলাহান্ট ডেস্কঃ অনেকেই মনে করেন জ্যোতিষ শাস্ত্রজ্ঞরা তিথি-নক্ষত্রের হিসাব করে বলে দিতে পারেন মৃত্যু ঠিক কখন আসবে। কিন্তু মৃত্যুর ঠিক কখন আসবে তা বলা খুব দুরূহ হলেও অসম্ভব নয়। গ্রহের অবস্থান, দশা, অন্তর্দশা ইত্যাদির অতি সূক্ষ্ম বিচার থেকে এই বিশেষ ভবিষ্যদ্বাণী করা সম্ভব বলেই জানায় জ্যোতিষ শাস্ত্র।
তেমন কোনও একটিমাত্র নির্দিষ্ট গ্রহ নেই যা মৃত্যু কবে আসবে তার হিসেবে কারও কুণ্ডলীতে আবির্ভূত হবে। বেশ কিছু গ্রহ একত্রে এই মৃত্যুর এই মহাদশাকে নির্মাণ করে। বিষয়টি অত্যন্ত জটিল হলেও কয়েকটি গ্রহের অবস্থান থেকে মৃত্যুযোগ অনুমান করা সম্ভব বলেই জানান জ্যোতিষীরা।
• শনি— শনি বেশীর ভাগ সময়েই কোনও কিছুর সূত্রপাত অথবা অন্তকে নির্দেশ করে। কোনও সম্পর্কের অন্ত, চাকরি যাওয়া ইত্যাদি ‘মৃত্যু’ শনিগ্রহের অবস্থান থেকে জানা যায়। তবে প্রকৃত মৃত্যু ঠিক কখন ঘটবে তা শনির অবস্থান থেকে জানা যায় না।
• মঙ্গল— মঙ্গলের খারাপ অবস্থানে যে কোনো ব্যাক্তি বা মানুষের জীবনে নেমে আসে অপঘাতে মৃত্যু। হত্যা, অগ্নিকাণ্ড ইত্যাদি কারণে মৃত্যুর যোগ মঙ্গলের অবস্থানের ফলে হয়।
• শুক্র— শুক্রের খারাপ অবস্থানের কারনে ঘুমের মধ্যে মৃত্যু ঘটতে পারে।
• বৃহস্পতি— জ্যোতিষ বলে ক্যানসার বা ওই জাতীয় অসুখের ফলে মৃত্যুর কারন হতে পারে বৃহস্পতির অবস্থান।