আপনার এলাকায় কি রয়েছে BSNL-এর নেটওয়ার্ক? ১ মিনিটে নিন জেনে, শুধু করতে হবে এই কাজটি

বাংলা হান্ট ডেস্ক: ইতিমধ্যেই দেশের প্রাইভেট টেলিকম সংস্থাগুলি তাদের রিচার্জ প্ল্যানগুলির দাম অনেকটাই বাড়িয়ে দিয়েছে। যার ফলে প্রত্যক্ষভাবে প্রভাবিত হচ্ছেন গ্রাহকেরা। শুধু তাই নয়, অনেকেই এই ব্যয়বহুল রিচার্জের পরিপ্রেক্ষিতে সরকারি টেলিকম সংস্থা BSNL (Bharat Sanchar Nigam Limited)-এর প্রতি আকৃষ্ট হচ্ছেন। সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মেও মোবাইল ব্যবহারকারীরা BSNL-এ স্যুইচ করার বিষয়ে ইতিবাচক প্রতিক্রিয়া দিচ্ছেন। তবে, Jio, Airtel এবং Vodafone-Idea থেকে BSNL-এ স্যুইচ করার আগে, আপনার জানা উচিত যে আপনার এলাকায় BSNL (Bharat Sanchar Nigam Limited)-এর নেটওয়ার্ক উপলব্ধ আছে কি না। নাহলে আপনি সমস্যার সম্মুখীন হতে পারেন। বর্তমান প্রতিবেদনে আজ আমরা এই প্রসঙ্গে বিস্তারিত তথ্য উপস্থাপিত করছি।

আপনার এলাকায় রয়েছে BSNL(Bharat Sanchar Nigam Limited)-এর নেটওয়ার্ক?

ক্ষতির সম্মুখীন হতে হবে: প্রসঙ্গত উল্লেখ্য যে, টেলিকম নিয়ম অনুসারে, আপনি যদি একবার Jio, Airtel বা Vodafone-Idea থেকে BSNL (Bharat Sanchar Nigam Limited)-এর মোবাইল নেটওয়ার্কে স্যুইচ করেন এবং তারপরে যদি কোনও মোবাইল নেটওয়ার্ক কভারেজ না থাকে সেক্ষেত্রে আপনি যদি ফের Jio, Airtel বা Vodafone-Idea-এ স্যুইচ করতে চান, তাহলে সেটা আর করতে পারবেন না। কারণ মোবাইল নম্বর পোর্ট করার পরে, আপনাকে ৯০ দিন অর্থাৎ ৩ মাস অপেক্ষা করতে হবে। এরপরেই আপনি অন্য কোনও নেটওয়ার্কে যেতে পারবেন।

   

How to know if Bharat Sanchar Nigam Limited has network in your area?

কিভাবে অনলাইনে খুঁজবেন BSNL-এর নেটওয়ার্ক: BSNL (Bharat Sanchar Nigam Limited)-এর নেটওয়ার্ক কভারেজ সংক্রান্ত তথ্য nperf ওয়েবসাইট থেকে অনলাইনে পাওয়া যাবে। এটি একটি গ্লোবাল ওয়েবসাইট। যেটিতে সাধারণত সব দেশের মোবাইল নেটওয়ার্ক কভারেজ সংক্রান্ত তথ্য থাকে। এর অর্থ হল এখানে শুধুমাত্র BSNL নয়, যেকোনও মোবাইল নেটওয়ার্কে স্যুইচ করার আগে আপনি nperf ওয়েবসাইটে গিয়ে মোবাইল নেটওয়ার্ক সম্পর্কে তথ্য পেতে পারেন। এর প্রক্রিয়া খুবই সহজ। এছাড়াও, এর জন্য আপনাকে কোনও ফি বা চার্জ দিতে হবে না।

এইভাবে তৈরি করুন প্রোফাইল: প্রথমে আপনাকে nperf ওয়েবসাইট nperf.com-এ যেতে হবে। সেখানে ওপরে “My Account” অপশনটি দেখা যাবে। যেখানে আপনি আপনার বিস্তারিত তথ্য দিয়ে প্রোফাইল তৈরি করতে পারবেন। প্রোফাইল তৈরি করে আপনি আরও ফিচার্স অ্যাক্সেস করতে সক্ষম হবেন। এই ওয়েবসাইটে 3G, 4G এবং 5G মোবাইল নেটওয়ার্ক সম্পর্কেও তথ্য পাওয়া যায়।

আরও পড়ুন: বিদ্যুতের বিল নিয়ে বড় সিদ্ধান্ত! ক্ষতিগ্রস্ত হবে কয়েক কোটি মানুষ, নয়া পরিকল্পনা সরকারের

সম্পূর্ণ প্রক্রিয়া:
১. প্রথমে nperf ওয়েবসাইটে যান।
২. এরপরে আপনি একটি ড্যাশবোর্ড দেখতে পাবেন, যেখান থেকে আপনাকে “Map” অপশনে যেতে হবে।
৩. এরপরে আপনাকে “Country” এবং মোবাইল নেটওয়ার্ক অপশনটি নির্বাচন করতে হবে।
৪. তারপরে আপনাকে আপনার লোকেশন বা শহর অনুসন্ধান করতে হবে।
৫. এইভাবে আপনি আপনার এলাকায় উপস্থিত BSNL সহ যেকোনও নেটওয়ার্ক অনুসন্ধান করতে পারবেন।

আরও পড়ুন: আগামী দিনে ভারতে ২ লক্ষ চাকরি! সামনে এল রিপোর্ট, শুধু করতে হবে এই কাজটি

BSNL-এ এইভাবে করুন পোর্ট: প্রথমে আপনাকে ১৯০০ নম্বরে একটি পোর্ট রিকোয়েস্ট পাঠাতে হবে। এর জন্য মেসেজ বক্সে লিখতে হবে “PORT Space And 10 Digits Mobile Number”। তারপরে আপনাকে BSNL সেন্টারে গিয়ে আধার এবং অন্যান্য বিবরণ প্রদান করতে হবে। এরপরে আপনার পোর্ট রিকোয়েস্ট সম্পূর্ণ হবে। জানিয়ে রাখি যে, TRAI মোবাইল নম্বর পোর্টের নিয়ম পরিবর্তন করেছে। যার ফলে গ্রাহকদের এবার নতুন টেলিকম অপারেটরে শিফট করতে ৭ দিন অপেক্ষা করতে হবে।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর