শুরু আধারের সঙ্গে রেশন কার্ড সংযুক্তিকরণ প্রক্রিয়া, কীভাবে আর কবে থেকে করবেন, জানাল রাজ্য

বাংলা হান্ট ডেস্কঃ ইতিমধ্যেই আধার কার্ডের(Aadhar card) সঙ্গে রেশন কার্ড(Ration card) সংযুক্তিকরণের জন্য রাজ্যগুলিকে সময় বেঁধে দিয়েছে সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট জানিয়েছে, ৩১ জুলাইয়ের মধ্যেই এক দেশে এক রেশন কার্ড চালু করতে হবে প্রত্যেক রাজ্যকে। সেই সূত্র ধরেই এবার আরও এক দ্রুত পদক্ষেপ গ্রহণ করল রাজ্য সরকার। ইতিমধ্যেই জানানো হয়েছিল, প্রত্যেক বাড়িতে বাড়িতে পৌঁছাবেন সরকার নিযুক্ত সংস্থার কর্মীরা। অনলাইনে তারাই আধার এবং রেশন কার্ডের সংযুক্তিকরণ করে দেবেন।

সেই সূত্র ধরেই মঙ্গলবার সমস্ত জেলার শাসকদের সঙ্গে বৈঠক করলেন খাদ্য সচিব পারভেজ সিদ্দিকী(Parvez Siddique)। এই ভিডিও কনফারেন্সে সমস্ত জেলাশাসকদের জানানো হয়েছে, যদিও আধারের সঙ্গে রেশন কার্ড সংযুক্তিকরণের দায়ভার একটি বেসরকারি সংস্থার হাতে তুলে দিয়েছে রাজ্য সরকার তবে এ ক্ষেত্রে সম্পূর্ণ সাহায্য করতে হবে নির্দিষ্ট জেলার জেলাশাসকদের। তাদের নির্দেশেই প্রত্যেকের বাড়িতে পৌঁছাবেন সংস্থার আধিকারিকরা। যাতে বাড়ি বসেই আধার কার্ডের সঙ্গে রেশন কার্ড সংযুক্ত করা যায়।

তবে কোনো ক্ষেত্রে কাউকে বাড়িতে পাওয়া না গেলে সেক্ষেত্রে রয়েছে দ্বিতীয় পথ। খাদ্য সচিব এদিন জানান, দ্বিতীয় দফায় বাংলা সহায়তা কেন্দ্রের মাধ্যমে আধার এবং রেশন কার্ডের সংযুক্তিকরণ করাতে পারবেন তারা। এছাড়া অনলাইনে নিজে থেকেও আধার এবং রেশন কার্ডের সংযুক্তিকরণ করা যাবে।

ration card 1

নির্বাচনের প্রচারেই মমতা ব্যানার্জি(Mamata Banerjee) জানিয়েছিলেন, তিনি ক্ষমতায় এলে শুরু হবে দুয়ারে রেশন প্রকল্প। যার জেরে মানুষকে আর কষ্ট করে রেশন দোকানে যেতে হবে না। সেই সূত্র ধরে ইতিমধ্যেই কাজ শুরু হয়েছে ২৮ টি জেলায়। যদিও তা এখন চলছে পরীক্ষামূলকভাবেই। আজ পারভেজ সিদ্দিকী জানান, এই বিষয়ে নতুন করে ব্লুপ্রিন্ট তৈরি করছে রাজ্য সরকার। কয়েক মাসের মধ্যেই তা হাতে আসবে। অন্যদিকে ১ জুলাই থেকে শুরু হচ্ছে আধার কার্ডের সঙ্গে রেশন কার্ড সংযুক্তিকরণের কাজ। পারভেজ সিদ্দিকী জানিয়েছেন আগামী তিন মাসের মধ্যে এই কাজ শেষ করবে রাজ্য।


Abhirup Das

সম্পর্কিত খবর