বাংলাহান্ট ডেস্ক: হাতে আর মাত্র ৯ দিন। তারপরেই শেষ হয়ে যাবে আধারের সঙ্গে প্যান কার্ড লিঙ্ক করার সময়সীমা। এখনও যাঁরা কাজটি করাননি, তাঁদের হাতে আর মাত্র কয়েকদিন সময় রয়েছে। এর মধ্যে কাজটি করিয়ে নিতে গেলেও লাগছে ১০০০ টাকা জরিমানা। এর মধ্যে যাঁরা এই কাজটি করাবেন না, তাঁদের জন্য রয়েছে ঘোর বিপদ। ৩১ মার্চের পর জরিমানার অঙ্ক আরও বাড়বে। শুধু তাই নয়, আরও একাধিক সমস্যায় পড়তে হবে উপভোক্তাদের।
৩১ মার্চের মধ্যে এই কাজটি না করলে কী কী বিপদ হতে পারে? এ বিষয়ে একটি নির্দেশিকা প্রকাশ করেছে সেন্ট্রাল বোর্ড অফ ডিরেক্ট ট্যাক্সেস। সেই নির্দেশিকা অনুযায়ী, ৩১ মার্চের মধ্যে আধারের সঙ্গে প্যান লিঙ্ক না করালে প্রথমেই আপনার প্যান কার্ড বাতিল হয়ে যাবে। যতক্ষণ না আপনি জরিমানা দিয়ে প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করবেন ততক্ষণ আপনার প্যান কার্ড বাতিল হিসেবেই ধরা হবে।
প্যানের সঙ্গে আধার কার্ড লিঙ্ক না করালে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে সাময়িকভাবে। আপনি কোনও রকম লেনদেন করতে পারবেন না। একইসঙ্গে আপনি নতুন কোনও অ্যাকাউন্টও খুলতে পারবেন না। আয়কর বিধির 114AAA ধারা অনুযায়ী ওই প্যান কার্ড দেখিয়ে ব্যাঙ্কে নতুন অ্যাকাউন্ট খুলতে পারবেন না।
আপনি ইনকাম ট্যাক্স রিটার্নও ফাইল করতে পারবেন না। এপ্রিলে ইনকাম ট্যাক্স রিটার্ন জমা দিতে হয়। এই কাজটি না করতে পারলে সেখানেও আপনার জরিমানা হবে। এমনকী, আয়কর না দেওয়ার অপরাধে আপনার বিরুদ্ধে আইনি ব্যবস্থাও নেওয়া হতে পারে। এছাড়াও প্যান কার্ড বাতিল হয়ে গেলে সেখান আয়কর দফতর থেকে রিটার্নের অর্থও ফেরত পাবেন না।
শুধু তাই নয়, TDS সহ কোনও ধরনের রিফান্ডও ইনকাম ট্যাক্সের কাছ থেকে পাবেন না। ডিফেক্টিভ রিটানের ক্ষেত্রে আটকে থাকা প্রসেসিংয়ের কাজও সমাপ্ত হবে না। এর জেরে আপনাকে নির্ধারিত মাত্রার থেকে বেশি আয়কর দিতে হবে। এর জন্য আপনি বিপুল আর্থিক ক্ষতির মুখে পড়বেন। আপনি যদি চাকুরিজীবী হন তাহলে বেতনের অর্থ আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে না। ব্যবসা করলে ক্লায়েন্টের দেওয়া অর্থও আপনি পাবেন না।
আপনি এগুলি লিঙ্ক করিয়েছিলেন কি না তা মনে না রাখলে বিপদ। তাই এটি যাচাই করে নিতে হবে। এর জন্য প্রথমে আপনাকে যেতে হবে www.incometax.gov.in/iec/foportal/ ওয়েবসাইটে। এরপর সেখানে ই-ফাইলিং পোর্টাল হোমপেজে, ‘Quick Links’-এ যান। লিঙ্ক আধার স্টেটাসে ক্লিক করুন। এরপর আপনার PAN ও আধার নম্বর লিখুন ও আধার স্থিতি দেখতে লিঙ্কে ক্লিক করুন। এই পদ্ধতি শেষ হলে আপনার লিঙ্ক আধার স্ট্যাটাস সম্পর্কিত একটি বার্তা ডিসপ্লেতে দেখতে পারবেন।
কিন্তু যদি আপনার আধারের সঙ্গে প্যান লিঙ্ক করা না থাকে, সেক্ষেত্রে কয়েকটি কাজ করতে হবে। প্রথমে যান আয়কর রিটার্ন পোর্টাল www.incometax.gov.in/iec/foportal/ ওয়েবসাইটে। এরপর লিঙ্ক আধার বিকল্পে ক্লিক করুন। সামনে যে পাতা খুলবে সেখানে নিজের প্যান ও আধার নম্বর দিন। এরপর ভ্যালিডেশন ট্যাবে ক্লিক করুন। স্ক্রিনে বার্তা আসবে ‘পেমেন্ট ডিটেলস নট ফাউন্ড ফর দিস প্যান।’ এর নীচে থাকবে ‘কন্টিনিউ টু পে থ্রু ই-পে ট্যাক্স’ অপশন। এখানে ক্লিক করলে একটি ওয়েবসাইট খুলবে। সেখানে নিজের নাম ও মোবাইল নম্বর দিন। এরপর ‘কন্টিনিউ’ করুন।
এরপর আপনার মোবাইলে ওটিপি এলে তা বসিয়ে কন্টিনিউ করুন। অ্যাসেসমেন্ট ইয়ার ২০২৩-২৪ বাছুন। টাইপ অফ পেমেন্ট বাছুন। কন্টিনিউ করলে নিউ পেমেন্ট ট্যাব খুলবে। সেখানে আদার্স ট্যাবে ১০০০ টাকা বসানো থাকবে। কন্টিনিউ করুন। এরপর কীভাবে টাকা দিতে চান সেই অপশন আসবে। বেছে নিয়ে টাকা জমা দিন। আপনার প্যানের সঙ্গে আধার লিঙ্কের অনুরোধ গৃহীত হয়েছে জানিয়ে একটি মেসেজ আসবে।