মাত্র ২ মিনিটে আধার কার্ডের ভাষা পরিবর্তন করেনিন বাংলায়, রইল পুরো পদ্ধতি

বর্তমান সময়ে নিজের পরিচয় প্রমাণের ক্ষেত্রে সবথেকে বেশি জরুরি আধার কার্ড (Aadhar Card)। যে কোনো কাজের ক্ষেত্রেও এই কার্ড বিশেষ তাৎপর্যপূর্ণ। এবার এই আধার কার্ডের ক্ষেত্রে নতুন জিনিস সংযোজন করতে চলেছে UIDAI । আধার কার্ড এবার থেকে স্থানীয় ভাষায় তৈরী করার কথা জানিয়েছে UIDAI ।

মাতৃভাষার প্রতি প্রত্যেকের একটা নিজস্ব টান, শ্রদ্ধা রয়েছে। এইবার থেকে সেই মাতৃভাষায় পাওয়া যাবে আধার কার্ড। শুধু বাংলা ভাষাতেই নয়, বাংলা ছাড়াও ইংরেজি, হিন্দি, অসমিয়া, উর্দু, পঞ্জাবি, ওড়িয়া, তামিল, তেলুগু, গুজরাতি, কন্নড়, মালয়ালাম এবং মরাঠি ভাষায় পাওয়া যাবে আধার।

আপনি কিভাবে আধার কার্ডের ভাষা পরিবর্তন করবেন? জেনে নিন পদ্ধতি-

আপনাকে এই ভাষা পরিবর্তনের জন্য প্রথমে আবেদন করতে হবে। সেক্ষেত্রে আপনি অফলাইনে স্থানীয় আধার কেন্দ্রে গিয়ে আবেদন করতে পারেন। কিংবা অনলাইনেও করতে পারেন।

অনলাইনে আবেদনের পদ্ধতি-

১) সবার প্রথমে আপনাকে UIDAI-এর অফিসিয়াল ওয়েবসাইট https://uidai.gov.in/ খুলতে হবে।

২) এরপর Update Aadhaar সেকশনে ‘Update Demographic Data Online’-এ ক্লিক করতে হবে।

৩) নতুন যে পেজ আসবে, সেখানে নির্দিষ্ট স্থানে নিজের ১২ ডিজিটের আধার নম্বর দিন। captcha ভরে Send OTP-তে ক্লিক করতে হবে।

৪) এরপরেই আপনার আধারের সঙ্গে লিঙ্কড মোবাইল নম্বরে একটি ৬ ডিজিটের OTP চলে আসবে।

৫) এই OTP দিয়ে লগ ইন করতে হবে।

৬) এরপরে Update Demographics Data অপশনে ক্লিক করতে হবে।

৭) এইখানেই আপনি আঞ্চলিক ভাষা সিলেক্ট করার অপশন পাবেন। সেখান থেকেই সব ঠিক করে দেখে নিয়ে প্রিভিউ দেখে সাবমিট করতে হবে।

৮) মনে রাখবেন, আধারের ভাষা পরিবর্তনের জন্য সামান্য কিছু টাকা চার্জ হিসাবে দিতে হবে। এই টাকা অনলাইনেই পেমেন্ট করা যাবে। আর ১-৩ দিনের মধ্যে কার্ড আপডেট হয়ে গেলে ডাউনলোড করে নিতে পারবেন।

সম্পর্কিত খবর