বাড়িতে বানিয়ে ফেলুন গরম গরম চিকেন ডাম্পলিং ,রইল রেসিপি

Published On:

 

বাংলা হান্ট ডেস্ক : বাড়িতেই বানিয়ে ফেলুন গরম গরম চিকেন দাম ডাম্পলিং।

উপকরণ:

চিকেন কিমা ৪০০ গ্রাম

মিহি করে কুচানো পেঁয়াজ ২০০ গ্রাম

ধনে পাতা কুচি ২০ গ্রাম

নুন ও গোলমরিচ ৫ গ্রাম

সাদা তেল ময়ান দেবার মতো

আদার কুচি ১ চামচ

ময়দা ৫০০ গ্রাম

কাঁচা লঙ্কা কুচানো ১ বড় চামচ

রসুন কুচানো ১ চামচ

চিকেন স্টক ৪ কাপ

মোমো সস্ তৈরীর জন্য:

টমেটো ২ টি

রসুন ৬টি

লাললঙ্কা ৪টে (গরম জলে ১০ মিনিট ভিজিয়ে রাখতে হবে)

সয়া সস্ ১/২ চামচ

ভিনিগার ১ চামচ

চিনি ১ চামচ

সাদা তেল ১/২ চামচ

নুন পরিমাণমতো

প্রণালী:

প্রথমে ময়দা তেল ও নুন দিয়ে আধ ঘন্টা মেখে রাখুন। পুরের জন্য সেদ্ধ কিমা, পেঁয়াজ, রসুন, আদা, ধনেপাতা, কাঁচালঙ্কা কুচি, নুন ও গোলমরিচ সব একসঙ্গে মেখে নিন।

ময়দা থেকে লেচি কেটে নিয়ে ছোট ছোট লুচির মতো বেলে নিন।

তার মধ্যে একটু করে চিকেন পুর ভরে মোমোর আকারে গড়ে নিন।

মোমো গুলিকে হাতে করে তেল মাখিয়ে স্টিমারে সাজিয়ে দিন।

স্টিমারে ২০ মিনিট স্টিম করে নিন।

সস্ তৈরীর জন্য‌

প্রথমে টমেটো গরম জলে ভাপিয়ে ঠান্ডা করে নিন। টমেটোর খোসা ছাড়িয়ে লঙ্কা, রসুন, একসাথে বেটে নিন।

তারপর পাত্রে তেল গরম করে টমেটোর মিশ্রণ, সয়া সস্ , ভিনিগার, চিনি, নুন, ও ১/২ কাপ মতো জল দিয়ে একটু ফুটিয়ে নামিয়ে নিন।

ঝাল ঝাল সসে্র সঙ্গে পরিবেশন করুন গরম গরম চিকেন মোমো।

সম্পর্কিত খবর

X