কেমন করে তৈরী করবেন পারফেক্ট লেমন চিকেন,দেখে নিন রেসিপি

বাংলা হান্ট ডেস্কঃ

উপকরন

চিকেন ১ কেজি
পেঁয়াজ কুচি ১ কাপ
আদা বাটা ১ টেবিল চামচ
গোলমরিচ গুঁড়ো আধা চা চামচ
পেঁয়াজ বাটা ২ টেবিল চামচ
লঙ্কা বাটা ১ চা চামচ
দই ১ টেবিল চামচ
লেবুর রস ৩ টেবিল চামচ
লবণ, চিনি স্বাদমতো
তেল ১ কাপ
ঘি ১ টেবিল চামচ
গরম মসলার গুঁড়ো ১ চা চামচ

Lemon Chicken 3 small

প্রস্তুত প্রনালী

চিকেন, গোলমরিচ, লেবুর রস ও লবণ দিয়ে ১ ঘণ্টা মেরিনেট করে রাখুন। তেল গরম হলে মেখে রাখা চিকেন ভেজে নিন হালকা বাদামি করে।

চিকেন তুলে তেলে পেঁয়াজ কুচি সোনালি করে ভেজে কিছুটা তুলে নিয়ে বাকিটুকুর মধ্যে সব বাটা মসলা দিয়ে কষিয়ে দই দিন। চিকেন দিয়ে অল্প আঁচে দমে রাঁধুন।

চিকেন সিদ্ধ হলে ঘি ও চিনি দিন। কম আঁচে রাখুন। তেল ওপরে উঠলে নামিয়ে বেরেস্তা দিয়ে পরিবেশন করুন।

Udayan Biswas

সম্পর্কিত খবর