এই গরমে বানিয়ে ফেলুন রিফ্রসিং ফ্রুট পাঞ্চ, দেখুন কিভাবে

Published On:

 

উপকরণ : কমলার রস ২ ক্যান (ফ্রোজেন)
লেমোনেড ২ ক্যান (ফ্রোজেন, ঘন)
আনারস জুস ১ ক্যান
লাইম সোডা ১ লিটার
স্ট্রবেরি ২ কাপ
চিনি ৩ কাপ
জল ৩ কাপ

প্রস্তুত প্রণালি

অরেঞ্জ জুস, লেমোনেড ও আনারসের জুস একসঙ্গে ভালো করে নেড়ে মিশিয়ে নিন।

এবারে জল ও চিনি একটা সসপ্যানে একসঙ্গে ফুটিয়ে নিন। ৫ মিনিটের মধ্যে চিনি ভালো করে গলে মিশে যাবে।

ঠান্ডা করে এই সিরাপ ফ্রুট জুসের সঙ্গে মিশিয়ে নিন।

ফ্রিজে রেখে ঠান্ডা করে নিন।
পরিবেশন করার সময় একটা পাঞ্চ বাটিতে ঠান্ডা ফ্রুট জুস ঢেলে সোডা মিশিয়ে নিন। ওপরে স্ট্রবেরি ও নানারকমের ফলের কুচি দিয়ে পরিবেশন করুন।

সম্পর্কিত খবর

X