বাংলা হান্ট ডেস্ক : মদ্যপানে অভ্যস্ত থাকলে বাড়িতে পার্টিতে বানিয়ে ফেলুন নামী ককটেল রাম কোলা।
উপকরণ
রাম
কোলা
পাতিলেবু
বরফ
প্রস্তুত প্রনালী
হাইবল গ্লাসে একটি পাতিলেবু রস দিন। চিপে নেওয়া কোয়া দু’টি ফেলে দিন গ্লাসের ভিতর।
এবার গ্লাসের ১/৩ অংশ বরফ ভর্তি করে তাতে ২ আউন্স ডার্ক রাম ঢেলে দিন।
তার উপরে দিন কোকা কোলা। চুমুক দেওয়ার আগে হালকা স্টার করুন।