মদ্যপানে আগ্রহ থাকলে বাড়িতে বানিয়ে নিন জনপ্রিয় ককটেল রাম কোলা

বাংলা হান্ট ডেস্ক : মদ্যপানে অভ্যস্ত থাকলে বাড়িতে পার্টিতে বানিয়ে ফেলুন নামী ককটেল রাম কোলা।

উপকরণ

রাম

কোলা

পাতিলেবু

বরফ

IMG 20200626 204746

প্রস্তুত প্রনালী

হাইবল গ্লাসে একটি পাতিলেবু রস দিন। চিপে নেওয়া কোয়া দু’টি ফেলে দিন গ্লাসের ভিতর।

এবার গ্লাসের ১/৩ অংশ বরফ ভর্তি করে তাতে ২ আউন্স ডার্ক রাম ঢেলে দিন।

তার উপরে দিন কোকা কোলা। চুমুক দেওয়ার আগে হালকা স্টার করুন।

Udayan Biswas

সম্পর্কিত খবর