উপকরন
1 কাপ ময়দা
1/2চা চামচ লবণ
1/2চা চামচ বেকিং সোডা
1/2চা চামচ বেকিং পাউডার
1/2 কাপ টক দই
1/4 কাপ জল
2টেবিল চামচ তেল
টপিং এর জন্য
1 কাপ টুকরো করা বোনলেস চিকেন
1 চিমটি হলুদ গুঁড়ো
1/2চা চামচ জিরা গুঁড়ো
1/2চা চামচ গোলমরিচ গুঁড়ো
1/2চা চামচ লঙ্কা গুঁড়ো
1/2চা চামচ লবণ
1টেবিল চামচ তেল
প্রয়োজন অনুযায়ী লম্বা করে টুকরো করা ক্যাপসিকাম, পেঁয়াজ, টমেটো
1চা চামচ অরিগ্যানো, চিলিফ্লেক্স
2টেবিল চামচ পিজ্জা সস
1 কাপ চীজ
প্রস্তুত প্রনালী
প্রথমে পিজার বেস বানানোর জন্য উপরে দেওয়া উপকরণগুলো সবকিছু একসাথে মিশিয়ে একটা লুচির মন্ডের মত নরম মন্ড তৈরি করতে হবে। তৈরি হয়ে গেলে এখন একটা প্লাস্টিক রেপার দিয়ে ঢেকে এটা দু’ঘণ্টা মত একটা গরম জায়গায় রেখে একটু ফার্মেন্ট হতে দিতে হবে।
এরপরে চিকেন টা কে ম্যারিনেট করে নিতে হবে গোলমরিচ গুঁড়ো, হলুদ, জিরে গুঁড়ো, লঙ্কাগুঁড়ো ও লবণ দিয়ে। এখন এটাকে 15 মিনিটের জন্য একটু রেখে দিতে হবে। 15 মিনিট পরে কড়াইতে তেল গরম করে চিকেন গুলোকে সেদ্ধ হওয়া অবদি কষিয়ে নিতে হবে।
দু ঘন্টা পরে পিৎজার বেস রেডি হয়ে গেলে একটা আ্যালুমিনিয়ামের থালার মধ্যে বা ট্রেতে একটু তেল ব্রাশ করে তার ওপরে পিৎজার ডো টা গোল করে স্প্রেড করে দিতে হবে ও একটি কাটা চামচ দিয়ে হালকা হাতে কয়েকটা ফুটো করে দিতে হবে। এইবারে এর উপরে দিয়ে দিতে হবে পিৎজা সস, সামান্য চিজ, চিকেন, ক্যাপসিকাম, পেঁয়াজ, টমেটো, চিলি ফ্লেক্স, ওরিগেনো এবং সবার ওপরে আরও খানিকটা চিজ ।
এবার এটাকে বেক করার জন্য একটা পাত্রে নুন বিছিয়ে তার উপর একটা স্টান্ড দিয়ে একটা ঢাকা চাপা দিয়ে পাঁচ মিনিটের জন্য প্রিহিট করে নিতে হবে।পাঁচ মিনিট পরে আস্তে আস্তে ঢাকনা খুলে খেলাটাকে স্ট্যান্ডের উপরে বসিয়ে দিতে হবে এবং 30 মিনিটের জন্য করতে দিতে হবে মিডিয়াম ফ্লেমে।
30 মিনিট পর ঢাকনা খুলে চেক করতে হবে পিৎজা পুরোপুরি বেক হয়েছে কি নয়তো আরও 5 মিনিট বেক করতে হবে। ব্যাস তাহলেই রেডি আপনার পারফেক্ট পিৎজা।
‘বিজেপির মেদ হয়েছে…’ বিস্ফোরক দিলীপ ঘোষ, শুভেন্দুকে নিয়েও বড় মন্তব্য প্রবীণ নেতার