বাংলা হান্ট ডেস্কঃ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একাধিক জনকল্যাণমূলক যোজনার মধ্যে অন্যতম হলো জন ধন অ্যাকাউন্ট। উজ্জ্বলা যোজনা, পিএম কিষান সম্মান নিধি যোজনার মতই দেশের মানুষের সাহায্যার্থে ও তাদের ব্যাঙ্কিং পরিষেবা সঙ্গে যুক্ত করতে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এই প্রকল্প চালু করা হয় ২০১৪ সালে। ডিজিটাল ব্যাংকিংয়ের উপর শুরু থেকেই জোর দিয়ে আসছে ভারত সরকার। মানুষকে দেওয়ার সরকারি সাহায্য যাতে সরাসরি তার অ্যাকাউন্টে পৌঁছায় এর জন্য শুরু থেকেই চেষ্টা করে আসছে কেন্দ্র। আর সেই সূত্র ধরেই শুরু করা হয় জনধন অ্যাকাউন্ট। এই অ্যাকাউন্টে সবচেয়ে বড় সুবিধা হল কোন ন্যূনতম ব্যালেন্স রাখার প্রয়োজন হয় না ব্যাংকের অ্যাকাউন্টে। অন্য ক্ষেত্রে ন্যূনতম ব্যালেন্স না থাকলে ব্যাংকের পক্ষ থেকে ফাইন এবং অন্যান্য সমস্যার সম্মুখীন হতে হয় গ্রাহককে। ইতিমধ্যেই এই যোজনা সঙ্গে যুক্ত হয়েছেন প্রায় ৪২ কোটি ৩৭ লক্ষ মানুষ।
কিভাবে খুলবেন অ্যাকাউন্টঃ
প্রধানমন্ত্রী যোজনা সঙ্গে যুক্ত হওয়ার জন্য কাছাকাছি যে কোন ব্যাংকে আপনার পাসপোর্ট সাইজ ছবি, ভোটার আইডি, ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড, পাসপোর্ট, আধার কার্ডের যেকোনো একটি আইডি প্রুফ জমা দিতে হবে। এরপর নির্দিষ্ট ফর্ম ফিলাপ করলেই আপনিও এই যোজনার অন্তর্ভুক্ত হতে পারবেন। প্রধানমন্ত্রী জন ধন একাউন্ট যোজনায় যুক্ত হবার জন্য কোন নির্দিষ্ট ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে হবে না। যেকোনো ব্যাংকের ক্ষেত্রে এই সুবিধা মিলবে।
কি কি সুবিধা রয়েছে জনধন অ্যাকাউন্টেঃ
১. প্রথমত, ব্যাংকে এই অ্যাকাউন্ট থাকলে এক লক্ষ টাকা অবধি বিনামূল্যে দুর্ঘটনা বীমা পেতে পারেন আপনি। পাশাপাশি দুর্ঘটনায় মৃত্যুর ক্ষেত্রে তিরিশ হাজার টাকা অবধি অ্যাক্সিডেন্টাল ডেথ ইনস্যুরেন্স কভারও পেতে পারেন গ্রাহকরা।
২.সেভিংস অ্যাকাউন্টের সমান সুদ এখানেও পাবেন গ্রাহকরা।
৩.এছাড়াও অনেক ক্ষেত্রে মোবাইল ব্যাংকিংয়ের জন্য ব্যাংকের তরফ থেকে আলাদা চার্জ নেওয়া হয়। এক্ষেত্রে বিনামূল্যেই সেই সুবিধা পাবেন গ্রাহকরা।
৪. বিভিন্ন সরকারি যোজনার যেমন প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধির টাকা সরাসরি নিজের অ্যাকাউন্টে পাবেন গ্রাহকরা।
৫.প্রত্যেক ব্যবহারকারী দু লক্ষ টাকা পর্যন্ত দুর্ঘটনা বীমা করাতে পারবেন।
৬. ক্যাশলেস ট্রানজাকশনের জন্য মিলবে কার্ড। এছাড়া দশ হাজার টাকা পর্যন্ত ওভারড্রাফট এর সুবিধাও রয়েছে।
৭.দেশের যে কোন প্রান্ত সহজে ট্রানস্ফার করতে পারবেন আপনার টাকা।
অর্থাৎ প্রধানমন্ত্রীর এই প্রকল্পে অন্তর্ভুক্ত হলে সহজেই আপনি পেতে পারেন এক লক্ষ টাকা অবধি। এছাড়া বিভিন্ন সরকারী যোজনা সুবিধা পেতেও যথেষ্ট সুবিধা হবে আপনার।