এই ছোট্ট টিপস ফলো করলে শীতকালে ৫০% পর্যন্ত কম আসবে বিদ্যুতের বিল, বাঁচবে অনেক টাকা

বাংলাহান্ট ডেস্ক: শীতের মরসুমে বিদ্যুতের বিল বেড়ে যায় অনেকটি। কারণ একাধিক বৈদ্যুতিন যন্ত্র চলে বাড়িতে। গরম জল করার জন্য গিজার, ঘর গরম রাখার জন্য রুম হিটার ইত্যাদি যন্ত্র ব্যবহৃত হয়। তাই হু হু করে বেড়ে যায় বিদ্যুতের বিল। আজকের মূল্যবৃদ্ধির বাজারে যা মধ্যবিত্তের উপর চাপ বাড়াতে পারে। সে জন্য এই প্রতিবেদনে আপনাকে এমন কয়েকটি সহজ উপায় জানাব, যার মাধ্যমে সহজেই এই সমস্যার সমাধান করতে পারবেন। চলুন দেখে নেওয়া যাক বিদ্যুতের বিল কমানোর কয়েকটি সহজ উপায়। 

room heater

১। রুম হিটার

রুম হিটার ব্যবহার করে শীতকালে ঘর গরম রাখা হয়। কিন্তু এটি অত্যাধিক বিদ্যুৎ ব্যবহার করে। ফলে বিদ্যুতের বিলও বেড়ে যায়। তাই কিছুক্ষণ চালিয়ে এই যন্ত্রটি বন্ধ করে দেওয়া উচিত। এছাড়াও ঘর গরম করার সময় দরজা বন্ধ করে দেওয়া উচিত। এর ফলে তাড়াতাড়ি গরম হয় যাবে ঘর। আপনিও তাড়াতাড়ি রুম হিটার বন্ধ করতে পারবেন। ফলে বিদ্যুতের সাশ্রয়ও হবে।

kitchen chimney

২। কিচেন চিমনি

বর্তমান সময়ে রান্না ঘরের একটি অবিছেদ্য অঙ্গ হল কিচেন চিমনি। এর ফলে রান্না ঘরে তেল কালি জমে না এবং ঘর অতিরিক্ত গরম হয়ে যাওয়া থেকেও আটকায়। একইসঙ্গে ঘরে ধোঁয়াও জমে না। কিন্ত এটি বেশি ব্যবহার করলে বিদ্যুতের বিল অনেকটাই বেড়ে যায়। সে জন্য পুরো সময়টা চিমনি না চালিয়ে শুধু কিছু ভাজার সময় চিমনি চালান। তাতে বিদ্যুৎ সাশ্রয় হওয়ার পাশাপাশি বিলও কমবে।

geyser

৩। গিজার

শীতকালে প্রচণ্ড ঠান্ডায় ঠান্ডা জলে স্নান করা খুবই কঠিন। তাই উষ্ণ গরম জলেই স্নান করে থাকেন বেশিরভাগ মানুষ। সে জন্য জল গরম করার জন্য বাথরুমে গিজার চালিয়ে রাখেন তাঁরা। কিন্তু এতেও বিদ্যুতের বিল অনেক বেশি আসার সম্ভাবনা থাকে। এই পরিস্থিতি এড়াতে একটি ৫ তারা রেটিং যুক্ত গিজার ব্যবহার করুন। এর ফলে বিদ্যুতের সাশ্রয় হবে এবং জলও অনেক তাড়াতাড়ি গরম হবে।

এছাড়াও আপনি যদি পরিবারের সঙ্গে থাকেন, তাহলে ১৫ লিটারের গিজার ব্যবহার করুন। এই গিজারের জলধারণ ক্ষমতা বেশি হয়। ফলে একবারে ৩-৪ জন সদস্যের জন্য জল গরম করা যাবে। ফলে বার বার গিজার চালাতে হবে না। যার ফলে বিদ্যুৎ ও টাকা দুইয়েরই সাশ্রয় হবে। 

Subhraroop

সম্পর্কিত খবর