৫ মিনিটে কোমল ত্বক চাইলে চিনি দিয়েই বানিয়ে নিন এই ম্যাজিক্যাল স্ক্র্যাব! রইল সিক্রেট টোটকা

বাংলা হান্ট ডেস্কঃ প্রচন্ড এই গরমে কোমল মসৃন ত্বক (Soft Skin) কে না চায় বলুন তো। আর তাও যদি হয় কেমিক্যাল ফ্রি, এক্কেবারে ঘরোরা টোটকায়, তবে তো সোনায় সোহাগা। নিজের রূপচর্চার সামগ্রী যদি নিজের হাতেই বানিয়ে নেওয়া যায় তাহলে একদিকে যেমন খাঁটি জিনিসটা পাওয়া যায়, তেমনি পয়সার সাশ্রয়ও হয় অনেকটাই। তাহলে আজ আপনাদের সন্ধান দেব এমন একটি ঘরোয়া উপকরণের যা দিয়ে নিমিষেই ফিরবে হারানো ত্বকের জেল্লা।

বাড়িতে নিত্য প্রয়োজনীয় এক উপাদান চিনি (Sugar)। আর কেবলমাত্র এই চিনি দিয়েই হবে ত্বকের বাজিমাত। মুখ থেকে শুরু করে সারা শরীরের ত্বকের যত্ন করতে দু চামচ চিনিই যথেষ্ট! সাথে অল্প একটু লেবুর রস। খানিকটা নিয়ে নিন আর ব্যবহার করুন রোজকার রূপচর্চায়। চিনি একটি দুর্দান্ত স্ক্রাবিং উপাদানের পাশাপাশি,এটি ত্বকের আর্দ্রতা ধরে রাখতেও দারুন উপকারে আসে।

লেবু ও চিনির স্ক্রাব: একদিকে লেবু ত্বক উজ্জ্বল করার ক্ষেত্রে খুবই কার্যকরী এবং লেবু প্রাকৃতিকভাবে ত্বকের ট্যানও দূর করতে দুর্দান্ত কাজে দেয়। অন্যদিকে, চিনি দিয়ে স্ক্রাব করলে ত্বকের ময়লা, ডেড স্কিন নিমিষে দূর হয়। উজ্জ্বল হয়ে ওঠে জেল্লা হারানো ত্বক। প্রাকৃতিকভাবে ত্বকের উজ্জ্বলতা ফুটে ওঠে।

skin

কিভাবে ব্যবহার করবেন: একটা লেবুকে অর্ধেক করে তার রসে এক টেবিল চামচ চিনি মিশিয়ে নিন। এরপর ভালোমতো নিজের পুরো মুখে সেটি লাগিয়ে নিন। ২০ মিনিট মতো রেখে দিয়ে তারপর ত্বকে ধীরে ধীরে স্ক্রাব করে ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেললেই দেখবেন আমূল পরিবর্তন।

ত্বকের পাশাপাশি কোমল আর মসৃণ ঠোঁটের জন্যও চিনি ম্যাজিকের মতো কাজ করে। তার জন্য একটি প্লেটে অল্প চিনি নিয়ে হাতের আঙুল সামান্য জলে ভিজিয়ে গুঁড়ো চিনির উপরে চেপে তুলে নিন। যেই চিনি টুকু আঙুলের ডগায় উঠে এল সেটি দিয়ে ঠোঁটে স্ক্রাব করুন। মিনিট ৩-৪ মতো এই স্ক্রাব ব্যবহারেই এক্সফোলিয়েট হয়ে মরা চামড়া সব উঠে যাবে। ঠোঁট ফাটার সমস্যাতেও এই চিনির টোটকা অত্যন্ত উপকারী।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর