শুভেন্দু-অর্জুনের সঙ্গে কেমন সম্পর্ক ছিল তার? নিজেই জানালেন দিলীপ ঘোষ

বাংলাহান্ট ডেস্ক : বঙ্গ বিজেপি। এই শব্দবন্ধ টা শুনলেই চোখের সামনে ভেসে ওঠে শক্ত চোয়ালের এক মানুষ। গেরুয়া উত্তরীয় গলায় ঝুলিয়ে চোখা-চোখা মন্তব্যে বিরোধীকে ঝাঁঝরা করে দিচ্ছেন। কখনও বা ইকোপার্কের কাকভোরে সাংবাদিকদের উদ্যত ব্যুমের সামনে ছুঁড়ছেন একের পর এক বম। হ্যাঁ, তিনি দিলীপ ঘোষ। গত বিধানসভা ভোটে বিজেপির প্রাপ্ত আসন সংখ্যা তিন থেকে সাতাত্তরে পৌঁছানোর কাণ্ডারী। কিন্তু আজ বঙ্গ রাজনীতি থেকে আজ প্রায় ব্রাত্যই তিনি। কিন্তু কেমন ছিল বিজেপির এই দাপুটে নেতার সঙ্গে শুভেন্দু থেকে বাবুল সুপ্রিয়, মুকুল রায় থেকে তথাগত রায়ের সম্পর্ক? অনেকের সঙ্গেই তাঁর বিবাদের কথা ঘুরে বেড়ায় রাজ্য রাজনীতির অলিন্দে।

দিলীপ ঘোষ ও শুভেন্দু অধিকারীর সম্পর্ক নিয়ে কানাঘুষো নতুন কিছু নয়। শুভেন্দু বিজেপিতে যোগ দেওয়ার পর থেকেই নানান সময়ে নানান বিষয় নিয়ে দুজনের মতবিরোধ সামনে এসেছে। অনেকেই আবার বিজেপির ‘আদি’ বনাম ‘নব্য’-র দ্বন্দও দেখেছেন। দিলীপ ঘোষ রাজ্য সভাপতি থাকার সময়েই বিধায়ক শুভেন্দু বিরোধী দলনেতা হয়েছেন। কিন্তু তার পরেও প্রকাশ্যে এসেছে দু’জনের দুই মেরুতে অবস্থান। দিলীপকে না জানিয়ে শুভেন্দুর দিল্লি যাওয়া নিয়ে বিতর্ক প্রকাশ্যেও এসে যায়। কিন্তু আসলে কেমন সম্পর্ক দু’জনের?

   

শুভেন্দুর সঙ্গে তাঁর সম্পর্ক কি সত্যিই খারাপ? এই প্রশ্নের উত্তরে দিলীপ বলেন, ‘শুভেন্দুর সঙ্গে আমার সম্পর্ক কোনও দিনই ঘনিষ্ঠ ছিল না। কারণ, আমি যখন রাজনীতিতে আসি তখন থেকেই একটা হাওয়া উঠেছিল যে এই শুভেন্দু নাকি বিজেপিতে যোগ দেবে। বিধানসভায় দেখা হলেও কথা হয়েছে দূর থেকেই। কাছে আসতেন না। যদি কেউ ছবি তুলে নেয় সেই ভয়ে। এটাই অবশ্য স্বাভাবিক। অর্জুন সিংহের সঙ্গেও সমীকরণটা তেমনই ছিল।’ কিন্তু শুভেন্দু বিজেপিতে চলে আসার পরে কিছু কি বদলায়? এই প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, ‘পরে একসঙ্গে রাজনীতি করেছি। ঘরে বসে একসঙ্গে কী আলোচনা হয়, কী কথা হয় সেটা তো আর লোকে জানতে পারে না। বাইরে অনেক কিছু অপপ্রচারের চেষ্টা করা হয়।’

দিলীপের সঙ্গে শুভেন্দু থেকে বাবুল সুপ্রিয়, মুকুল রায় থেকে তথাগত রায় অনেকের বিবাদের কথা রাজ্য রাজনীতির অনেকেরই জানা। এই প্রসঙ্গে দিলীপ বলেন, ‘একটা সময়ে আমার সঙ্গে রাহুল সিনহার সঙ্গে ঝগড়ার গল্প চলেছে। মুকুল রায়ের সঙ্গে বিবাদের গল্পও চলেছে। এর পরে শুভেন্দুর সঙ্গে আমার ঝগড়া। এখনত আর আমি দৃশ্যে নেই। তাঃ জানি না কার সঙ্গে কার ঝগড়া লাগাবে।’ একই সঙ্গে তিনি বলেন, ‘আমি সোজা কথা সোজা ভাবেই বলি, তাই অনেকেই সেটাকে ঝগড়া বলে ধরে। আর আমার নামে চালিয়ে দিলে চলে ভালোই।’

Avatar
Sudipto

সম্পর্কিত খবর