বাংলা হান্ট ডেস্কঃ সামান্য কেটে যাওয়া থেকে শুরু করে শীতের শুষ্ক ত্বকের সমস্যা, বহু বাঙালির কাছে আজও ‘সমাধান’ বোরোলিন (Boroline)। বছরের পর বছরের ধরে অনেকের ‘ভরসা’ সাদা রঙের এই অ্যান্টিসেপটিক ক্রিম। তবে আপনি কি জানেন, এই বোরোলিনের বিক্রি বৃদ্ধির নেপথ্যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরও (Mamata Banerjee) অনেকখানি ভূমিকা রয়েছে। তাঁর এক ‘টিপসে’ই হু হু করে বৃদ্ধি পায় বোরোলিনের বিক্রি।
মমতার (Mamata Banerjee) কোন ‘টিপসে’ বেড়েছিল বোরোলিনের বিক্রি?
গত বছর পশ্চিমবঙ্গ মিষ্টান্ন ব্যবসায়ী সমিতির সঙ্গে ‘মিলন উৎসব’এর সভায় এই নিয়ে মুখ খুলেছিলেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, একবার বোরোলিনের নির্মাতাদের ডেকে পাঠিয়ে তাঁদের প্রোডাক্টে বেশ কিছু বদল আনার কথা বলেছিলেন। সেই পরামর্শ কাজে লাগাতেই কেল্লাফতে! হু হু করে বৃদ্ধি পেয়েছিল বোরোলিনের বিক্রি।
মমতা বলেন, ‘আমরা প্রত্যেকে বোরোলিন ব্যবহার করি। আমার ঠোঁট শুকিয়ে যায়, সেই কারণে আমিও ব্যবহার করি। আমি একদিন অরূপকে বললাম, ওদের ডেকে নিয়ে আয়। আমি ওদের বললাম, বোরোলিনের যে টিউব এবং কৌটোগুলি আছে, তাতে আঠার মতো লাগছে ক্রিমটা। সেই কারণে বোরোলিনের বিক্রি হ্রাস পাচ্ছে। আমি ওদের বোরোলিনটা সফট করার কথা বলি। যাতে ঠোঁটে দিলে অনুভবই না হয়’।
আরও পড়ুনঃ ফিরবে হাল! ফের বাংলাদেশের দায়িত্ব নেবেন শেখ হাসিনা! বড় ভবিষ্যদ্বাণী শুভেন্দুর
বর্তমানে পুরনো সাদা রঙের বোরোলিনের পাশাপাশি অন্যান্য নানান ফ্লেভারের বোরোলিন বাজারে এসেছে। মুখ্যমন্ত্রী সেদিন জানিয়েছিলেন, চন্দন বোরোলিনের আইডিয়া তাঁরই দেওয়া। নির্মাতারা প্রথম তৈরি করে তাঁকে পাঠিয়েছিলেন।
মমতার (Mamata Banerjee) কথায়, ‘আজ বোরোলিন সংস্থা চন্দনের বোরোলিন বের করেছে। ভ্যানিলা বোরোলিন বের করেছে। আগের সঙ্গে বর্তমানের বোরোলিনের অনেক পার্থক্য। ওদের চন্দনের আইডিয়াটা আমিই দিয়েছিলাম। প্রথম তৈরি করে কেমন হয়েছে জানানোর জন্য আমার কাছে পাঠিয়েছিল। আমি দেখলাম খুব সুন্দর হয়েছে। চন্দনের রঙ ব্যবহারের পাশাপাশি সুন্দর গন্ধটাও বেরোবে। একটা আইডিয়াতেই বোরোলিনের বাজার হু হু করে বেড়ে গিয়েছে। ব্যবসার ক্ষেত্রে এই ছোট ছোট টিপসে অনেক কিছু করা যায়’।