বাংলা হান্ট ডেস্ক: চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার জন্য টিম ইন্ডিয়া (India) ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে দুবাইতে। নির্ধারিত সূচি অনুযায়ী চ্যাম্পিয়ন্স ট্রফিতে আগামী ২০ ফেব্রুয়ারি বাংলাদেশের (Bangladesh) মুখোমুখি হবে ভারত। এদিকে, ভারতীয় দল দুবাইতে পৌঁছনোর একদিন আগেই সেখানে উপস্থিত হয়েছে বাংলাদেশ টিম।
বাংলাদেশের বিরুদ্ধে কেমন হবে টিম ইন্ডিয়ার (Team India) প্লেয়িং ইলেভেন:
তবে, দুবাই পৌঁছনোর পরদিনই ম্যাচের জন্য অনুশীলন শুরু করেছে টিম ইন্ডিয়া (India)। প্র্যাকটিস সেশনে রীতিমতো ঘাম ঝরিয়েছেন দলের ক্রিকেটাররা। পাশাপাশি, ওই প্র্যাকটিস স্টেশন থেকে এটা অনুমান করা যাচ্ছে যে বাংলাদেশের বিরুদ্ধে টিম ইন্ডিয়ার প্লেয়িং ইলেভেন ঠিক কেমন হতে চলেছে।
দুবাইয়ে প্রথম অনুশীলনে ঘাম ঝরালেন এই খেলোয়াড়রা: সুপরিচিত ক্রীড়া সাংবাদিক বিমল কুমার তাঁর ইউটিউব চ্যানেলের মাধ্যমে রিপোর্টে জানিয়েছেন, নেটে অনুশীলনে আসা প্রথম ৬ ভারতীয় (India) খেলোয়াড়দের মধ্যে অধিনায়ক রোহিত শর্মা, শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, কেএল রাহুল এবং হার্দিক পান্ডিয়াকে দেখা গেছে। বিমল কুমারের রিপোর্টে আরও জানা গিয়েছে, বোলিং করার সময়ে শামি ও অর্শদীপকে একসাথে অনুশীলন করতে দেখা গিয়েছে। তাঁরা ছাড়াও কুলদীপ যাদব, রবীন্দ্র জাদেজা এবং অক্ষর প্যাটেলও অনুশীলনের জন্য এসেছিলেন।
আরও পড়ুন: চিনের অদ্ভুত কারনামা! সমুদ্রের ২,০০০ মিটার নিচে তৈরি হচ্ছে “স্পেস স্টেশন”, কি প্ল্যান জিনপিংয়ের?
প্রথম ম্যাচে কোন ৩ জন খেলোয়াড় “আউট” হবেন: যদিও এখনও টিম ইন্ডিয়ার প্লেয়িং ইলেভেন সম্পর্কে অফিশিয়ালি কিছু জানা যায়নি, তবুও প্রথম অনুশীলনে অংশগ্রহণ করা খেলোয়াড়দের অধিকাংশরাই বাংলাদেশের বিরুদ্ধে খেলবেন। এমতাবস্থায়, প্রথম ম্যাচের প্লেয়িং ইলেভেনে হয়তো ঋষভ পন্থ, বরুণ চক্রবর্তী এবং হর্ষিত রানার জায়গা হবে বলে মনে হচ্ছে না।
আরও পড়ুন: আর নয় অপেক্ষা! বিশ্বকে চমকে দিয়ে নয়া ইতিহাস গড়ার পথে ভারত, জানলে আপনিও হবেন গর্বিত
বাংলাদেশের বিরুদ্ধে টিম ইন্ডিয়ার সম্ভাব্য প্লেয়িং ইলেভেন: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, কেএল রাহুল, হার্দিক পাণ্ডিয়া, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, অর্শদীপ সিং ও মহম্মদ শামি।