বাংলাহান্ট ডেস্ক: আর মাত্র কয়েকটা দিন। তারপরেই নতুন বছরকে স্বাগত জানানোর জন্য প্রস্তুত হচ্ছে বিশ্ব। ইতিমধ্যেই নতুন বছর কেমন যাবে, তা নিয়ে নিজেদের ভবিষ্যদ্বাণী করেছেন দেশের নামী জ্যোতিষীরা। প্রখ্যাত জ্যোতিষী আচার্য নিশান্ত ভরদ্বাজও (Acharya Nishant Bharadwaj) নতুন বছর নিয়ে নিজের ভবিষ্যদ্বাণী দিয়েছেন। তবে ইউরোপের ভবিষ্যৎ নিয়ে আশাবাদী নন তিনি। শোনাতে পারলেন না কোনও ভাল কথা।
আসলে ইউরোপের অর্থনৈতিক অবস্থা সমগ্র বিশ্বের অর্থনীতিতে প্রভাব ফেলতে পারে। ওঠানামা করতে পারে দ্রব্যমূল্য, প্রভাব পড়তে পারে আমদানি-রফতানিতেও। অর্থাৎ, ইউরোপের অর্থনৈতিক অবস্থার প্রভাব পড়তে পারে ভারতের ব্যবসা বাণিজ্যেও। নতুন বছর কেমন কাটবে ইউরোপের? এ বিষয়ে আচার্য নিশান্ত ভরদ্বাজ বলেছেন, নতুন বছরে ইউরোপের জন্য ভাল কিছুই দেখতে পাচ্ছেন না তিনি।
জ্যোতিষী জানিয়েছেন, নতুন বছরে ইউরোপে রাজনৈতিক অভ্যুত্থান হতে পারে। এছাড়াও মন্দা এবং যুদ্ধের আশঙ্কাও করছেন তিনি। নতুন বছরে ইউরোপ একাধিক সমস্যায় ভুগবে। একইসঙ্গে সেখানে মানুষ বিভিন্ন সমস্যার সঙ্গে লড়বেন বলে জানিয়েছেন আচার্য নিশান্ত ভরদ্বাজ। ফ্রান্সের রাজধানী প্যারিসকে নিয়ে একটি ভবিষ্যদ্বাণী করেছেন আচার্য।
তিনি জানিয়েছেন, নতুন বছরে প্যারিসে একটি বড় ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে। কোনও জঙ্গি হামলা অথবা প্রাকৃতিক বিপর্যয় গ্রাস করতে পারে প্যারিসকে। ফ্রান্স ও জার্মানির ব্যাপারে নিশ্চিত ভাবে কিছু বলতে পারেননি তিনি। তবে সেখানেও কোনও বিপর্যয় ঘনিয়ে আসতে পারে বলে জানিয়েছেন আচার্য। ইংল্যান্ডের ব্যাপারে স্বস্তির কথা শুনিয়েছেন তিনি।
আচার্য বলেছেন, নতুন বছরের শেষ অবধি ইংল্যান্ড স্থিতিশীল অবস্থায় আসবে। ইউরোপ প্রধানত আর্থিক মন্দার সমস্যায় ভুগবে। এর ফলে বহু মানুষ চাকরি হারাবেন। প্রাকৃতিক বিপর্যয়ও আসবে সে মহাদেশে। একইসঙ্গে আচার্য আরও বলেন, প্রকৃতিকে বিব্রত করলে তার ফল ভয়ানক হতে পারে। তিনি আরও বলেন, ২০২৩ সালের উপর ভিত্তি করে বোঝা যাবে আগামী ১০ বছর কেমন হতে চলেছে।
যেহেতু ইউরোপের অর্থনীতির উপর ভারতও কিছুটা নির্ভরশীল, তাই এর প্রভাব এখানেও কিছুটা পড়তে পারে। এমনটাই জানাচ্ছেন বিশেষজ্ঞরা। ইতিমধ্যেই রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ফলে বিশ্ব বাজারে বেড়ে গিয়েছে জ্বালানির দাম। যার প্রভাব পড়ছে ভারতেও। তাই সেখানে আর্থিক মন্দা এলে ভারতেও তার প্রভাব এসে পড়তে পারে। এখানেও মানুষ চাকরি খোয়াতে পারেন বলে মত বিশেষজ্ঞদের।