ভয়ঙ্কর দুর্ঘটনার মুখে গিয়াসউদ্দিন মোল্লার গাড়ি! মৃত ২, আহত ৩, কেমন আছেন TMC বিধায়ক?

বাংলা হান্ট ডেস্কঃ শনিবার রাতেই বড়সড়ায় দুর্ঘটনার (Howrah Accident) মুখে পড়ে তৃণমূলের বিধায়ক গিয়াসউদ্দিন মোল্লার গাড়ি।এদিনের এই ভয়ানক দুর্ঘটনায় (Howrah Accident) ইতিমধ্যেই মৃত্যু হয়েছে দুজনের। এছাড়া গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন আরও তিনজন। জানা যাচ্ছে, শনিবার রাত একটা নাগাদ শিবপুর রোডে ঘটে যায় এক ভয়ংকর দুর্ঘটনা (Howrah Accident)।

ভয়ঙ্কর দুর্ঘটনার (Howrah Accident) মুখে TMC বিধায়ক গিয়াসউদ্দিন মোল্লার গাড়ি

তবে জানা গিয়েছে, দুর্ঘটনার সময় বিধায়ক গিয়াসউদ্দিন মোল্লা নিজে ছিলেন না। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। জানা গিয়েছে,দক্ষিণ ২৪ পরগনার মগরাহাট পশ্চিমের তৃণমূল বিধায়ক গিয়াসউদ্দিন মোল্লার নামে থাকা গাড়িটি এদিন চালাচ্ছিলেন মহম্মদ মোস্তাক খান। আদতে ওয়াটগঞ্জের বাসিন্দা  বছর পঁচিশের মোস্তাক এদিন ওই বিধায়কের গাড়ি করেই  নিজের আত্মীয়দের নিয়ে গিয়েছিলেন বাঁকড়ায়।

সেখান থেকেই কলকাতায় ফিরছিলেন তিনি। কিন্তু ফেরার পথেই আচমকা ঘটে যায় বিপত্তি। এদিন মাঝরাতেই এক ভয়ঙ্কর দুর্ঘটনার মুখে পড়ে বিধায়কের গাড়ি। কলকাতায় ফেরার পথেই  একটি ট্রেলার সঙ্গে ধাক্কা লেগে দুর্ঘটনার কবলে পড়ে যায় গাড়িটি। জানা গিয়েছে রাস্তার একপাশেই  ট্রেলারটি দাঁড়িয়েছিল।

আরও পড়ুন: এবার ঢিল ছোঁড়া দূরেই বাংলাদেশ! বালুরঘাটে রেল প্রকল্পের কাজ নিয়ে বড় আপডেট

তাতেই আচমকা গিয়ে সজরে ধাক্কা মারে বিধায়কের গাড়ি। এই সময় গাড়ির গতিও  ছিল অনেকটাই বেশি। নিয়ন্ত্রণ হারিয়ে বিধায়কের গাড়ি ট্রেলারের গায়ে ধাক্কা মারতেই গাড়ির সামনের অংশ আটকে গিয়েছিল ট্রেলারের পিছনে। তীব্র গতির জেরে সেই সময় এতটাই জোরে আওয়াজ হয়েছিল যে সেই শব্দ শুনে ছুটে আসেন আশেপাশের লোকজন।

Howrah Accident

সঙ্গে খবর দেওয়া হয় পুলিশে। ঘটনাস্থলে আসে শিবপুর থানার পুলিশ। এরপর ওই ভাঙাচোড়া গাড়ি থেকেই পাঁচ জনকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। যদিও তাঁদের  মধ্যে দুজনকে ইতিমধ্যেই মৃত বলে ঘোষণা করা হয়েছে। বাকি তিনজন কার্যত মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন এখনও। জানা গিয়েছে  প্রাথমিক চিকিৎসার জন্য প্রথমেই তাদের ভর্তি করা হয়েছিল হাওড়ার একটি হাসপাতালে। কিন্তু পরে অবস্থার অবনতি হওয়ায় সেখান থেকেই তাঁদের স্থানান্তরিত  করা হয় কলকাতার হাসপাতালে।

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর