একী কাণ্ড! বটানিক্যাল গার্ডেনে অবৈধভাবে গড়ে উঠছে মসজিদ-মাজার, কী জানাল কেন্দ্র?

বাংলাহান্ট ডেস্ক : পরিবেশপ্রেমীদের কাছে অত্যন্ত পরিচিত নাম হাওড়ার বটানিক্যাল গার্ডেন (Howrah Botanical Garden)। আর এই বিখ্যাত বটানিক্যাল গার্ডেন এবার খবরের শিরোনামে। আসলে বটানিক্যাল গার্ডেনে অবৈধ মসজিদ ও মাজার নির্মাণের বিষয়ে উদ্বেগজনক রিপোর্ট দিয়েছে কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রক। সম্প্রতি এমনটাই জানিয়েছে রাজ্য বিজেপি (Bharatiya Janata Party)।

বটানিক্যাল গার্ডেনের (Howrah Botanical Garden) একী হাল

সংসদে বিজেপি (BJP) সাংসদ শমীক ভট্টাচার্যের প্রশ্নের জবাবে মন্ত্রকের তরফে জানানো হয়েছে, বটানিক্যাল গার্ডেন সংলগ্ন এলাকায় অবৈধ নির্মাণ রোধ ও যাবতীয় আবর্জনা অপসারণের দায়িত্ব বর্তায় রাজ্য সরকার ও স্থানীয় পুরসভার উপর। সূত্রের খবর, রাজ্যের মুখ্য সচিব এই মুহূর্তে রয়েছেন হাওড়ার বটানিক্যাল গার্ডেনের ব্যবস্থাপনা কমিটির দায়িত্বে।

আরও পড়ুন : ‘হিন্দুরা বাঁচতে চাইলে বিভেদ ভুলে এক হও!’ রামনবমীর আগে রণডঙ্কা বাজিয়ে দিলেন শুভেন্দু

বিষয়গুলি নিয়ে একাধিকবার কেন্দ্রের তরফে রাজ্যকে চিঠি দেওয়া হলেও, এখনও পর্যন্ত কোনও পদক্ষেপ নেয়নি সরকার। ইন্ডিয়ান বটানিক্যাল গার্ডেন (Howrah Botanical Garden) বা আচার্য জগদীশচন্দ্র বোস ইন্ডিয়ান বটানিক্যাল গার্ডেন ভারতের অন্যতম প্রাচীন উদ্ভিদ উদ্যান। ঐতিহাসিক এই বটানিক্যাল গার্ডেনের গুরুত্ব পরিবেশপ্রেমী ও ছাত্রদের কাছে অপরিসীম।

আরও পড়ুন : আজ অক্সফোর্ডে ঐতিহাসিক ভাষণ! ‘আলাদা করে পড়াশোনা করিনি’! জানালেন মমতা

হাওড়ার ইন্ডিয়ান বটানিক্যাল গার্ডেনে এমন বেশ কিছু বিরল প্রজাতির উদ্ভিদের অবস্থান রয়েছে যা বৈজ্ঞানিক গবেষণা ও পরিবেশগত শিক্ষার ক্ষেত্রে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তবে সাম্প্রতিক অতীতে গার্ডেন সংলগ্ন এলাকায় অবৈধ নির্মাণ ও আবর্জনা ফেলার মতো ঘটনা প্রশ্নের মুখে ফেলেছে কর্তৃপক্ষকে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বটানিক্যাল গার্ডেন চত্বর এলাকায় হচ্ছে অবৈধ নির্মাণ।

এমনকি বাইরে থেকে এসে ময়লা ফেলে দেওয়া হচ্ছে সংরক্ষিত গার্ডেনের ভিতর। এই ধরনের ঘটনায় রীতিমতো উদ্বেগ প্রকাশ করেছেন পরিবেশপ্রেমী ও স্থানীয়রা। অনেকেরই মত, হাওড়ার বটানিক্যাল গার্ডেনের মতো ঐতিহ্যশালী স্থানকে সংরক্ষণ করার দায়িত্ব সরকারের। সরকার ও স্থানীয় পুরসভা দ্রুত এই বিষয়ে সদার্থক ভূমিকা গ্রহণ করবে বলেই আশা স্থানীয় বাসিন্দাদের।

Howrah Botanical Garden case update.

বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারও। সোশ্যাল মিডিয়ায় সুকান্ত লিখেছেন যে, ‘মর্মান্তিক! ভারতের অন্যতম ঐতিহাসিক সবুজ স্থান হাওড়ার ইন্ডিয়ান বটানিক্যাল গার্ডেনের ভেতরে অবৈধ নির্মাণের অভিযোগ।  সংরক্ষিত জমিতে ধর্মীয়স্থান  নির্মাণ করা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে। এই ধরনের কর্মকাণ্ড হুমকির মুখে ফেলছে পরিবেশের ভারসাম্যকে।’

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর