বাংলাহান্ট ডেস্ক : কলকাতার প্রবেশদ্বার হিসাবে পরিচিত হাওড়া ব্রিজ (Howrah Bridge)। কলকাতার অন্যতম আইকন এটি। কলকাতা বন্দর সম্প্রতি সিদ্ধান্ত নিয়েছে এই সেতুর স্বাস্থ্য পরীক্ষার। বিগত কয়েক বছরে কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জায়গায় সেতু দুর্ঘটনা ঘটেছে। তার থেকে শিক্ষা নিয়ে বন্দর কর্তৃপক্ষ চাইছে আগেভাগে সাবধান হতে। তাই হাওড়া ব্রিজের রক্ষণাবেক্ষণের কাজ শুরু হয়েছে।
হাওড়া সেতু নির্মাণ হয় ব্রিটিশ আমলে। বর্তমানে রবীন্দ্র সেতু নামে পরিচিত হাওড়া ব্রিজ ১৯৪৫ সালে জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়। হাওড়া ব্রিজের আগে একটি ছোট সেতু হাওড়া ও কলকাতার মধ্যে সংযোগ স্থাপন করতো। সেই ছোটসেতু নির্মাণ হয় ১৮৭৪ সালে। এরপর ব্রিটিশ আমলে হাওড়া ব্রিজ তৈরি করে খুলে দেওয়া হয় নতুন দিগন্ত।
১৯৬৫ সালে হাওড়া ব্রিজের নাম দেওয়া হয় রবীন্দ্র সেতু। কিন্তু সর্বসাধারণের কাছে আজও এটি হাওড়া ব্রিজ নামে পরিচিত। এই সেতুর উপর দিয়ে প্রতিদিন ১০ লক্ষ মানুষ পায়ে হেঁটে চলাচল করেন। দৈনিক লক্ষাধিক গাড়ি চলাচল করে হাওড়া ব্রিজের উপর দিয়ে। হাওড়া ব্রিজের মোট দৈর্ঘ্য ৭৫০ মিটার। বিগত কয়েকদিন ধরে চলছে হাওড়া সেতুর রক্ষণাবেক্ষণ এর কাজ।
যেহেতু দিনের বেলায় প্রচুর গাড়ি এই ব্রিজ দিয়ে যাতায়াত করে, সেহেতু রাতে এই কাজ করছে বন্দর কর্তৃপক্ষ। জানা যাচ্ছে রক্ষণাবেক্ষণের কাজ সম্পূর্ণ হলে শুরু হবে এই ব্রিজের স্বাস্থ্য পরীক্ষা। কলকাতা বন্দর অর্থাৎ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বন্দরের চেয়ারম্যান রথীন্দ্র রমন জানিয়েছেন কলকাতা পুলিশের সাথে আলোচনা করেই সিদ্ধান্ত নেওয়া হবে।
হাওড়া ব্রিজের স্বাস্থ্য পরীক্ষা নিয়ে কলকাতা বন্দর কর্তৃপক্ষ গত এক বছর ধরে আলোচনা করছে। স্বাস্থ্য পরীক্ষার ব্যাপারে সম্মতি মিলেছে শীর্ষ কর্তৃপক্ষের। আগামী কয়েক মাসের মধ্যেই কলকাতা বন্দর কর্তৃপক্ষ এই সেতুর স্বাস্থ্য পরীক্ষা করাবে আইআইটি মাদ্রাসকে দিয়ে। এই বিষয়ে যাবতীয় খোঁজখবর নেওয়া সম্পন্ন হয়েছে বলে জানা গেছে।