বাংলা হান্ট ডেস্কঃ করোনার কারণে ডাকা লকডাউনের মধ্যে ভারতীয় রেল (Indian Railways) ১২ মে থেকে আংশিক রুপে ট্রেন পরিষেবা বহাল করেছে। রাজধানী দিল্লী থেকে ১৫ টি স্পেশাল ট্রেনের জন্য সোমবার IRCTC বুকিং শুরু করে। বুকিং শুরু হওয়ার মাত্র ১০ মিনিটের মধ্যেই হাওড়া-নয়া দিল্লি এক্সপ্রেস ট্রেনের এসি-১ আর থার্ড এসির সমস্ত টিকিট বুক হয়ে যায়। ওয়েবসাইটে টিকিট উপলব্ধ অনুযায়ী, ভুবেনেশ্বর-নয়া দিল্লি স্পেশাল ট্রেনের সমস্ত এসি-১ আর এসি-৩ এর টিকিট সন্ধ্যে ৬ঃ৩০ এর মধ্যে শেষ হয়ে গেছে।
বিকেল চারটেয় IRCTC এর ওয়েবসাইট খলে, কিন্তু সবাই একসাথে টিকিট কেনার জন্য ঝাঁপিয়ে পড়ায় ওয়েবসাইট ডাউন হয়ে যায়। যদিও রেল পরে জানায় যে, সন্ধ্যে ৬টা থেকে আবারও টিকিট বুকিং শুরু হবে। যখন বিকেল ৬টায় আবারও টিকিট বুকিং শুরু হয়, তখনও ওয়েবসাইটে কিছু সমস্যা দেখা দেয়।
রেল মন্ত্রালয় এই বিষয়ে বয়ান জারি করে বলে, বিশেষ ট্রেন সম্বন্ধিত ডেটা ওয়েবসাইটে আপলোড করা হচ্ছে। ট্রেনে বুকিং প্রক্রিয়া আর কিছুক্ষণের মধ্যে শুরু হবে। এরপর IRCTC অনুযায়ী সন্ধে ৬টা থেকে আবারও বুকিং প্রক্রিয়া শুরু হয়। কিন্তু প্রচুর ট্র্যাফিকের কারণে ওয়েবসাইট বসে যায়।
তৃতীয় পর্যায়ের লকডাউন ১৭মে পর্যন্ত লাগু আছে। আর লকডাউন শেষ হওয়ার আগেই কেন্দ্র সরকার ১৫ জোড়া ট্রেন দিল্লী থেকে ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে। যদিও কেন্দ্র সরকারের এই সিদ্ধান্তে আজ অনেক মুখ্যমন্ত্রীই অসন্তোষ প্রকাশ করেছেন।