রাজীব মুখার্জী, হাওড়া- এবার পাকা ঘর পেতে চলেছেন হাওড়ার রাউন্ড ট্যাঙ্ক রোডের বস্তির চারশ টি পরিবার।তিনশ বর্গ ফুটের ঘর দেওয়া হবে।সৌজন্যে রাজ্য সরকার।আজ সন্ধ্যায় বস্তিতে এসে একথা জানান রাজ্যের সমবায় মন্ত্রী অরূপ রায়।পুর কমিশনার বিজিন কৃষ্ণ কে সঙ্গে নিয়ে তিনি আসেন।জানান।সবরকম জটিলতা জটিলতা কাটিয়ে আগামী দেড় মাসের মধ্যে প্রজেক্টের ডিটেল রিপোর্ট জমা দেওয়া হবে।ইমপ্লিমেন্ট হয়ে গেলেই শুরু হবে কাজ।
রাজ্য সরকারের বাংলার বাড়ি প্রকল্পে এই ঘর দেওয়া হবে।উল্লেখ্য,গতকাল হাওড়ার প্রশাসনিক বৈঠকে যাবার আগে ফোরশোর রোডে রাউন্ডট্যাঙ্ক রোডে এই বস্তি পরিদর্শন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
অস্বাস্থ্যকর পরিবেশে কিভাবে তারা রয়েছেন তা মুখ্যমন্ত্রীকে জানান বস্তিবাসীরা।এরপর মুখ্যমন্ত্রীর নির্দেশে নড়েচড়ে বসে প্রশাসন।
সকাল থেকেই শুরু হয় ময়লা সাফাই,নর্দমা পরিষ্কার,টয়লেট পরিষ্কার।ছড়ানো হয় ব্লিচিং।এরপর পাকা বাড়ি পাবার কথা শুনে স্বভাবতই খুশি বস্তি বাসীরা।