পরপর দুদিন হাওড়ায় মিলল কোটি কোটি টাকা! সোনা-হিরের গয়না সহ ব্যাঙ্কের নথি উদ্ধার

বাংলা হান্ট ডেস্কঃ প্রথম দিনে দু কোটির অধিক অর্থ, সঙ্গে একাধিক সোনা ও হিরের গয়না উদ্ধারের ঘটনার চাঞ্চল্য ছড়িয়ে পড়ে হাওড়ার (Howrah) শিবপুর (Shibpur) এলাকায় আর এবার সেই তালিকায় যুক্ত হল আরো ৬ কোটি টাকা। একইসঙ্গে তল্লাশি অভিযানে শিবপুরের দুই ব্যবসায়ী বাড়ি থেকে ল্যাপটপ সহ বেশ কয়েকটি ব্যাঙ্ক নথিও উদ্ধার করা গিয়েছে।

উল্লেখ্য, গতকাল সকাল হতেই হাওড়ার শিবপুর এলাকায় শৈলেশ পাণ্ডে নামে এক ব্যবসায়ীর বাড়িতে হানা দেয় পুলিশ। শিবপুর এবং কলকাতার হেয়ার স্ট্রিট থানার যৌথ উদ্যোগে তল্লাশি চালিয়ে একটি গাড়ি থেকে দুই কোটির অধিক অর্থ এবং একাধিক সোনা ও হিরের গয়না উদ্ধার করে তারা আর এবার আরো বহু পরিমাণে সম্পত্তির খোঁজ পাওয়া গিয়েছে, যা ঘিরে শোরগোল তুঙ্গে।

কিভাবে নজরে এলো ষড়যন্ত্রের তথ্য? পুলিশ সূত্রে খবর, সম্প্রতি একটি বেসরকারি ব্যাঙ্কের একাউন্টে বিশাল পরিমাণ টাকার আদান-প্রদান দেখে সন্দেহ হয় কর্তৃপক্ষের এবং পরবর্তীতে হেয়ার স্ট্রিট থানায় সম্পূর্ণ বিষয়টি প্রসঙ্গে জানানো হয়। এরপর থেকেই শৈলেশ পাণ্ডে নামে ওই ব্যবসায়ীর ওপর নজর রাখতে শুরু করে পুলিশ এবং অবশেষে গতকাল অভিযুক্তের বাড়িতে পৌঁছে যায় তারা। এক্ষেত্রে ব্যবসায়ীর বাড়িতে কেউ না থাকলেও পরবর্তীতে একটি গাড়ি থেকে ২ কোটির অধিক অর্থ এবং সোনা ও হিরের গয়না উদ্ধার করে পুলিশ।

সূত্রের খবর, বিপুল পরিমাণ সম্পত্তি মেলার ঘটনায় আরো তৎপর হয়ে ওঠে প্রশাসন এবং পরবর্তীতে একের পর এক স্থানে তল্লাশি চালিয়ে ইতিমধ্যে প্রায় ৬ কোটি নগদ অর্থ উদ্ধার করা গিয়েছে। এক্ষেত্রে শৈলেশের দুটি ফ্ল্যাট এবং তার ভাই অরবিন্দের আবাসন হতে এই বিপুল পরিমাণ অর্থ পাওয়া গিয়েছে বলে খবর।

Howrah Money Recovered

প্রসঙ্গত, অভিযুক্ত ব্যবসায়ীদের বিরুদ্ধে ইতিমধ্যে ষড়যন্ত্রের পাশাপাশি অন্যান্য একাধিক অভিযোগ সামনে এসেছে। এক্ষেত্রে ইতিমধ্যে ৮ কোটি ১৫ লক্ষ টাকা উদ্ধার করেছে পুলিশ। তবে এই মামলায় এখনো পর্যন্ত অভিযুক্তদের বিরুদ্ধে বিশেষ কোনো তথ্য হাতে লাগেনি তাদের। পুলিশের অনুমান, শৈলেশ পাণ্ডে এবং তার ভাইকে গ্রেফতার করার মাধ্যমে মুখোমুখি বসিয়ে জেরা করলে এই মামলায় একাধিক তথ্য সামনে উঠে আসবে।


Sayan Das

সম্পর্কিত খবর