বাংলা হান্ট ডেস্কঃ হাওড়ার (Howrah) শিবপুর (Shibpur) কাণ্ডে হদিশ মিললো বিপুল পরিমাণ সম্পত্তির। টাকা উদ্ধার কাণ্ডে যেভাবে একের পর এক বিস্ফোরক তথ্য এসে চলেছে পুলিশের হাতে, তাতে চক্ষু চড়ক গাছ সকলের। সেই ধারা বজায় রেখে ৩৪ টি ব্যাংক অ্যাকাউন্ট থেকে মোট ১৩৪ কোটি টাকার লেনদেনের খোঁজ পেল পুলিশ। শুধু তাই নয়, এক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রে তৈরি একটি অ্যাপের মাধ্যমে নাইজেরিয়া (Nigeria) থেকে সম্পূর্ণ প্রক্রিয়া নিয়ন্ত্রণ করা হত বলে দাবি কলকাতা পুলিশের (Kolkata Police)। এই ঘটনায় ইতিমধ্যে একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হতে চলেছে।
উল্লেখ্য, সম্প্রতি হাওড়ার শিবপুর এলাকার মন্দিরতলায় শৈলেশ পাণ্ডে নামে এক ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি চালায় শিবপুর এবং হেয়ার স্ট্রিট থানার পুলিশ। এক্ষেত্রে ওই ব্যবসায়ীর বিরুদ্ধে একাধিক অভিযোগ সামনে আসায় দুই থানার যৌথ উদ্যোগে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ টাকা উদ্ধার করা হয়।
পরপর দুই দিনে পুলিশের তরফ থেকে ৮ কোটির অধিক নগদ অর্থ এবং একাধিক সোনা ও হিরের গয়না উদ্ধার করে পুলিশ। একইসঙ্গে এই কাণ্ডে মোট ৩৪ টি অ্যাকাউন্টের সন্ধান পাওয়ার পাশাপাশি ১৩৪ কোটি টাকার লেনদেনের হদিশ পাওয়া গিয়েছে বলে খবর।
পুলিশ সূত্রে খবর, মার্কিন যুক্তরাষ্ট্রে তৈরি অ্যাপটি মূলত নিয়ন্ত্রণ করা হতো নাইজেরিয়া থেকে। এই প্রসঙ্গে গুগলকে চিঠি লেখার পাশাপাশি কেন্দ্রকেও জানানো হয়েছে। এক্ষেত্রে এদিন মোট ১৭ টি অ্যাকাউন্ট থেকে ৫৭ কোটি টাকার হদিশ পাওয়া গিয়েছে। সব মিলিয়ে টাকার অঙ্ক বেড়ে দাঁড়ালো ১৩৪ কোটি টাকা।
পুলিশ সূত্রে খবর, আমেরিকা এবং নাইজেরিয়ার পাশাপাশি নেপালের সঙ্গেও এই মামলার যোগ রয়েছে। একই সঙ্গে IX Global নামে উক্ত অ্যাপটি কলকাতা থেকে চালাত অভিযুক্ত ব্যবসায়ী শৈলেশ পাণ্ডে। যদিও এখনো পর্যন্ত শৈলেশ এবং তার ভাইয়ের কোনরকম খোঁজ মেলেনি। এক্ষেত্রে তাদের বাড়িতে হানা দিয়ে ৮ কোটির অধিক অর্থ এবং সোনা ও হিরের গয়না উদ্ধার করা গেলেও তাদের কোনোরকম খোঁজ মেলেনি।
পুলিশের দাবি, তাদের পৌঁছানোর আগে শৈলেশ এবং তার গোটা পরিবার টাকার ব্যাগ নিয়ে পালিয়ে যায়। তবে এক্ষেত্রে অভিযুক্তদের অতি দ্রুত পাকড়াও করতে সক্ষম হবে বলে আশ্বাস প্রশাসনের।