দাবি না মিটলে, এবার কর্মবিরতির পথে হাটতে চলেছে হাওড়া পৌর নিগমের সাফাইকর্মীরা

রাজীব মুখার্জী, হাওড়া : দাবি না মিটলে এবার কর্মবিরতির পথে হাটতে চলেছে হাওড়া পৌর নিগমের পুরোনো সাফাইকর্মীরাও। আজ সকালের পর থেকে দফায় দফায় হাওড়া পৌরসভার অফিস ঘেরাও করে তারা।

এমনই হুঁশিয়ারি তারা আগেও দিয়েছিলো তাদের পক্ষ থেকে। বিক্ষোভকারীদের দাবি, তারা প্রায় ১৫ বছর ধরে সাফাই এর কাজ করলেও তাদের দৈনিক বেতন মাত্র ২৫৩ টাকা। অথচ পরবর্তীতে যাদের এই কাজে নেওয়া হয়েছে তাদের বেতন প্রায় ৮ থেকে ১০ হাজার টাকা।

Screenshot 2019 0712 152722ফলে এই বৈষম্য তারা মানবেন না। অবিলম্বে তাদের দৈনিক মজুরি ৫০০ টাকা করা না হলে অনির্দিষ্টকাল কর্মবিরতির পথে যাবেন তারা।

সম্পর্কিত খবর