বাংলা হান্ট ডেস্কঃ গতকাল হাওড়ার (Howrah) রাস্তার পরিস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) আর তার একদিনের মাথাতেই রাস্তায় নামল পুরসভার জলের ট্যাঙ্কার। এমনকি রাস্তা ধোয়া এবং গাছে জল দেওয়ার কাজে নামলো দমকল, যা নিয়ে ইতিমধ্যে একের পর এক প্রশ্ন উঠে গিয়েছে। এক্ষেত্রে মুখ্যমন্ত্রীর নির্দেশের কারণে শেষ পর্যন্ত কি দমকলকেও পরিস্থিতি সামাল দিতে নামতে হলো, উঠছে প্রশ্ন।
উল্লেখ্য, গতকাল নবান্নে একটি বৈঠক চলাকালীন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “হাওড়া থেকে নবান্নের দিক পর্যন্ত রাস্তার পরিস্থিতি অত্যন্ত শোচনীয়। জল দিয়ে রাস্তা ধোয়া হয় না। আমি কেন দেখাতে যাব? যারা ওখান দিয়ে প্রতিনিয়ত যাতায়াত করে, তারা কি দেখতে পায় না?’
তিনি আরো বলেন, “রাস্তা ধোয়ানো হচ্ছে না। আলো ঠিক মতো জ্বলে না। এখানে একাধিক সরকারি অফিস রয়েছে। তা সত্ত্বেও আমাকে বলে দিতে হবে। যারা দায়িত্বে থাকে, তাদেরকে সব কাজ দেখাশোনা করতে হবে। সমালোচনা না করে নিজের দায়িত্ব বুঝে নিন।”
গতকাল মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশের পর ইতিমধ্যে তৎপর হয়ে উঠেছে হাওড়া প্রশাসন। এদিন সকাল হতে রাস্তা ধোয়া এবং গাছে জল দেওয়ার কাজে নেমে পড়ে পুর কর্মীরা। এক্ষেত্রে দমকল কর্মীদেরও হাত লাগাতে দেখা গিয়েছে। পাশাপাশি এ দিন একটি গুরুত্বপূর্ণ বৈঠকে উপস্থিত হন ডিএম, সিপি প্রবীণ ত্রিপাঠী এবং অন্যান্য একাধিক আধিকারিকরা।
বৈঠকের পর সুজয় চক্রবর্তী বলেন, “কলকাতার উন্নয়নের জন্য সব রকম চেষ্টা করা হয়ে চলেছে। রাস্তা ধোয়ার জন্য নতুন গাড়ি আনার পাশাপাশি কিভাবে রাস্তাগুলো ধোয়া হবে, তার একটা পরীক্ষা করা হলো। পরবর্তীতে হাওড়ার বিভিন্ন রাস্তা গুলি সাফাই করা হবে।” তবে এক্ষেত্রে রাস্তা পরিষ্কার করার কাজে দমকলকে কেন পথে নামতে হলো, সে বিষয়ে স্পষ্ট কোন ধারণা মেলেনি।