মানবিক পুলিশ, সভ্য সমাজে এটাই কাম্য

রাজীব মুখার্জী, হাওড়া- দেশে যারা সত্যিকারের পুলিশের ভূমিকায় নিজেদের কর্তব্য পালন করেন তাদের মধ্যে একটা প্রবাদ বাক্য চালু আছে, গায়ে উর্দি থাক বা না থাক সেটা বড় কথা নয়। কর্তব্যরত থাক ব নাই থাক। পুলিশ সব সময়েই পুলিশ ই থাকে। সাধারণ মানুষ বা বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর ইচ্ছা ও আন্তরিকতা থাকলে যে এই প্রবাদ বাক্য কে সত্যি করে দেখানো যায় তা প্রমান করলেন হাওড়া সিটি পুলিশের গোলাবাড়ি থানার সাব ইন্সপেক্টর হেমন্ত গড়াই। অন ডিউটি তো বটেই অফ ডিউটিতেও যিনি সর্বদা মানুষের উপকারে সোডা প্রস্তুত। রাস্তায় অসুস্থ কোন মানুষ দেখলেই যিনি আগে পিছে না ভেবেই দাঁড়িয়ে যান তার পাশে।

আর এই মনোভাবই তাকে অন্য বাকিদের থেকে অনেকটাই আলাদা করে দিয়েছে। এই ঘটনার আগেও বহুবার বহু অসুস্থ মানুষকে রাস্তা থেকে তুলে হাসপাতালে ভর্তি করে তাদের চিকিৎসার ব্যবস্থা করেছেন গোলাবাড়ি থানার এই সাব ইন্সপেক্টর। আজও ব্যাতিক্রম হয়নি তার। হাওড়ার বঙ্কিম সেতু থেকে এক বৃদ্ধকে অসুস্থ অবস্থায় দেখতে পেয়ে তাকে তুলে নিয়ে এসে ভর্তি করেন হাওড়া হাসপাতালে। সেখানে নিজে তার সমস্ত চিকিৎসার ব্যবস্থা করেন। তার কথায় বাইক নিয়ে তিনি বঙ্কিম সেতু হয়ে আসছিলেন থানার দিকেই। তিনি দেখতে পান সেতুর রেলিং ধরে দাঁড়িয়েz একটি বৃদ্ধ মানুষ কাঁপছেন। বাইক থামিয়ে সেই বৃদ্ধকে নাম জিজ্ঞাসা করেন তিনি। জিজ্ঞাসা করেন কেন তিনি এতো রাত্রে দাঁড়িয়ে রয়েছেন এই সেতুতে এবং তার কোনো সমস্যা হয়েছে কিনা। সেই ব্যক্তি তাকে জানায় তার নাম অমর ভট্টাচার্য। বিশেষ কিছু কারণবশত পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছেন তিনি। তিনি সত্যি অসুস্থ বোধ করছিলেন। কিন্তু বুঝতে পারছিলেন না কি করবেন। তাই হেমন্ত বাবু এগিয়ে আসায় তাকেই অনুরোধ করে বসেন যে একটু হাসপাতালে পৌঁছে দেওয়ার। এদিকে এই ধরনের কাজ এর আগেও বহুবার করেছেন গোলাবাড়ি থানার সাব-ইন্সপেক্টর হেমন্ত। সঙ্গে সঙ্গেই তিনি বৃদ্ধ কে হাওড়া হাসপাতালে নিয়ে আসার ব্যবস্থা করেন। হুইল চেয়ারে করে তাকে নিয়ে যান ইমারজেন্সিতে। সেখানে কথা বলে তার যথাযোগ্য চিকিৎসার ব্যবস্থা করেন।

এর পাশাপাশি সেই বৃদ্ধকে তার পরিবার-পরিজন সম্পর্কে জিজ্ঞাসাবাদ করেন এই সাব-ইন্সপেক্টর। কার কাছে সমস্ত তথ্য নিয়ে খোঁজখবরও চালান তার পরিবারে। এখনো তার পরিবারের খোঁজ মেলেনি জানান তিনি।
প্রসঙ্গত কিছুদিন আগেও তিনি এক বৃদ্ধকে একইভাবে ভর্তি করেছিলেন হাওড়া হাসপাতালে।
এই ঘটনা আমাদের পুলিশ সম্বন্ধে ধারণা বদলাতে বাধ্য করে। পুলিশ শুধুমাত্র উর্দিতে যে কাজ করবে বা মানুষের সেবা করবে তাতে একেবারেই বিশ্বাসী নয় তিনি বরং তিনি বিশ্বাসী সর্বদা মানুষের সেবায় নিয়োজিত থাকাই প্রকৃত কর্তব্য পালন। বর্তমানে রাজ্য জুড়ে বৃদ্ধ মানুষদের নিরাপত্তা ও স্বাভাবিক জীবন যাপনে তাদের পাশে থাকতে বদ্ধপরিকর পুলিশ।

Screenshot 2019 0805 072602ঠিক সেই সময় থেকেই কার্যত একার চেষ্টায় একের পর এক অসহায় এই মানুষদের পাশে এসে দাঁড়াচ্ছেন হেমন্ত বাবু। পুরোটাই করছেন কার্যত নীরব যোদ্ধার মত। কোনো স্বীকৃতির আশা না করেই।

Udayan Biswas

সম্পর্কিত খবর