বাংলা হান্ট ডেস্কঃ গত কয়েকদিনে খাস কলকাতার বুকে একাধিকবার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পার্ক স্ট্রিট, অ্যাক্রোপলিস মলের পর বড়বাজারের মেহতা বিল্ডিংয়ে সম্প্রতি আগুন লাগে। সেই ঘটনাগুলির রেশ পুরোপুরি কাটার আগেই এবার হাওড়ার (Howrah) এক প্রাথমিক বিদ্যালয়ে (Primary School) আগুন লাগার ঘটনা ঘটল। বৃহস্পতিবার সকালে হাওড়ার লিলুয়ায় সারদমণি প্রাথমিক বিদ্যালয়ে ঘটনাটি ঘটেছে।
প্রাথমিকভাবে জানা যাচ্ছে, এদিন সকালে যখন বিদ্যালয়ে প্রার্থনা হচ্ছিল, তখন আচমকাই একটি শব্দ শোনা যায়। এরপর দেখা যায়, ওই প্রাথমিক বিদ্যালয়ের রান্নাঘরে আগুন জ্বলছে (Howrah Primary School Fire)। বিদ্যালয়ের বেশ কয়েকজন শিক্ষক সঙ্গে সঙ্গে সেখানে ছুটে যান। সেখানে গিয়ে দেখা যায়, অগ্নিদগ্ধ অবস্থায় ছটফট করছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা তাপসী গোস্বামী এবং সহ শিক্ষিকা এমিলি সাহা।
বিদ্যালয়ের বাকি শিক্ষক এবং স্থানীয় মানুষজন এসে দুই শিক্ষিকাকে উদ্ধার করেন। সেই সঙ্গেই দমকল এবং পুলিশে খবর দেওয়া হয়। কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে এসে হাজির হয় দমকল বাহিনী। দমকল আধিকারিক এবং কর্মীরা মিলে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসেন।
আরও পড়ুনঃ হাসপাতালে ভর্তি লালকৃষ্ণ আডবাণী, গুরুতর অসুস্থ প্রবীণ BJP নেতা, এখন কেমন আছেন?
এদিকে অগ্নিদগ্ধ দুই শিক্ষিকাকে কলকাতার মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। গোটা ঘটনায় বিদ্যালয়ের ছোট ছোট শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সুকুমার ঘোষ নামে ওই বিদ্যালয়ের এক শিক্ষক বলেন, এদিন চা বানাতে গিয়ে এই দুর্ঘটনা ঘটে।
মনে করা হচ্ছে, সিলিন্ডারের গ্যাস লিক করে থাকতে পারে। চা বানানোর জন্য আগুন জ্বালাতেই এই বিপত্তি ঘটে বলে অনুমান। তবে বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা সম্পূর্ণ সুরক্ষিত রয়েছে বলে জানিয়েছেন স্কুল কর্তৃপক্ষ। নিরাপদে তাঁদের বাড়িতেও পৌঁছে দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে।