প্রস্তুতি শেষ! এবার হাওড়া-পুরী বন্দে ভারতের সময়সূচি ঘোষণা করল রেল

বাংলাহান্ট ডেস্ক : যাবতীয় জল্পনার অবসান ঘটলো এবার। প্রকাশ্যে এলো হাওড়া পুরী বন্দে ভারত এক্সপ্রেস এর সময়সূচী। এটি হতে চলেছে বাংলার দ্বিতীয় বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express) রুট। কিছুদিন আগে জানা গিয়েছিল হাওড়া-পুরী (Howrah-Puri) বন্দে ভারত এক্সপ্রেস শুরু হতে পারে ১৫ ই মে থেকে। কিন্তু তা হয়নি। এবার অবশেষে মিলল চূড়ান্ত খবর।

হাওড়া থেকে পুরী পর্যন্ত বন্দে ভারত এক্সপ্রেস মোট ৫০২ কিলোমিটার পথ অতিক্রম করবে। জানা গেছে বন্দে ভারতের এই ৫০২ কিলোমিটার পথ অতিক্রম করতে সময় লাগবে ৬ ঘন্টা ৪০ মিনিট মতো। এই রুটে বন্দে ভারত ছুঁতে পারে সর্বোচ্চ ১৩০ কিলোমিটার প্রতি ঘন্টার গতিবেগ। এখনো পর্যন্ত এই রুটে শতাব্দী এক্সপ্রেস সর্বোচ্চ গতির ট্রেন।

   

৭ ঘন্টা ৩৫ মিনিটে শতাব্দী এক্সপ্রেস এই রুটে চলাচল করে। বাংলার দ্বিতীয় বন্দে ভারত এক্সপ্রেস কোথায় কোথায় দাঁড়াবে? রেল বোর্ডের জয়েন্ট ডিরেক্টর বিবেক কুমার সিনহার সাক্ষরিত নথি অনুযায়ী, এই বন্দে ভারত স্টপেজ দেবে খুরদা রোড জংশন, ভুবনেশ্বর, কটক, জাজপুর কেওনঝড় রোড, ভদ্রক, বালাসোর এবং খড়্গপুরে।

বৃহস্পতিবার বাদে সপ্তাহে ছয় দিন এই রুটের বন্দে ভারত যাতায়াত করবে। ১৪টি এসি চেয়ারকার এবং দুটি এক্সিকিউটিভ চেয়ারকার থাকবে এই বন্দে ভারত এক্সপ্রেসে। পুরীর জন্য বন্দে ভারত এক্সপ্রেস প্রতিদিন হাওড়া থেকে সকাল ৬টা ১০ মিনিটে ছাড়বে। এই ট্রেনটি পুরী স্টেশনে পৌঁছবে বেলা ১২:৩৫ নাগাদ। এরপর পুরী থেকে সেটি হাওড়ার উদ্দেশ্যে ছাড়বে দুপুর ১টা ৩৫ মিনিটে।

vande bharat express around mumbai

 

রাত সাড়ে আটটা নাগাদ সেটি পৌঁছাবে হাওড়া স্টেশনে। জানা গেছে এই রুটের বন্দে ভারত এক্সপ্রেস এর চেয়ার কারের ভাড়া হতে পারে ১৫৯০ টাকা। ক্যাটারিং এর ৩০৮ টাকা এর মধ্যে অন্তর্ভুক্ত থাকবে। ২৮১৫ টাকা ভাড়া হতে পারে এক্সিকিউটিভ ক্লাসের। ক্যাটারিং এর ৩৬৯ টাকা অন্তর্ভুক্ত রয়েছে এই টিকিটের মধ্যেই। ইচ্ছা করলে যাত্রীরা খাবারের টাকা বাদ দিয়েও টিকিট কাটতে পারেন।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর