বাংলা হান্ট ডেস্কঃ রামনবমীর (Ram Navami) মিছিল নিয়ে ধুন্ধুমার দশা রাজ্যে। হাওড়ায় (Howrah) রামনবমীর শোভাযাত্রায় হামলার ঘটনা নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি বিজেপির ওপর অভিযোগ এনে অস্ত্র হাতে মিছিলে এক যুবকের যোগদানের ভিডিয়ো টুইট করেছিলেন তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। এবার ভিন রাজ্য বিহার থেকে সেই অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করল হাওড়া পুলিশ।
জানা গিয়েছে ধৃত যুবকের নাম সুমিত সাউ। অভিযুক্ত যুবককে সিআইডির হাতে তুলে দেওয়া হবে বলে খবর মিলেছে। সূত্রের খবর, হাওড়ায় ওই অভিযুক্ত যুবকের একটি ডেরায় খোঁজখবর নিয়ে সূত্র জোগাড় করে রাজ্য পুলিশ। এরপর তার লোকেশন ট্র্যাক করার জানা যায়, ঘটনার পর পালিয়ে বিহারে গেছে অভিযুক্ত যুবক।
এদিন সকালে তাকে বিহারের মুঙ্গের থেকে গ্রেপ্তার করে হাওড়া পুলিশের একটি টিম। জানা যাচ্ছে বর্তমানে যুবককে কলকাতায় নিয়ে আসা হচ্ছে। এরপর সিআইডির হাতে তুলে দেওয়া হবে। প্রসঙ্গত, রামনবমীর হামলার পর একটি এই ভিডিও টুইট করে বিজেপিকে আক্রমণ করেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ডো অভিষেক বন্দ্যোপাধ্যায়।
https://twitter.com/abhishekaitc/status/1641726563791302657?s=20
শুক্রবার সেই ভিডিও টুইট করে অভিষেক লিখেছিলেন, “ফের দাঙ্গার ফর্মুলা নিয়ে মাঠে নেমেছে বিজেপি। এক সম্প্রদায়কে অন্যের বিরুদ্ধে উসকে দেওয়া হচ্ছে। উদ্দেশ্যপ্রণোদিতভাবে সাম্প্রদায়িক অশান্তি ছড়ানো হচ্ছে। রাজনৈতিক সুবিধা পাওয়ার চেষ্টা।” শুধু অভিষেকই নয় একই ভিডিও টুইট করেছিলেন সাংসদ মহুয়া মৈত্র, তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ-সহ একাধিক নেতা-মন্ত্রী।
এরপরই যুবকের খোঁজ শুরু করে পুলিশ। অবশেষে ঘটনার ৪ দিন পর ভিন রাজ্য থেকে গ্রেফতার করা হল যুবককে। তবে কেন অস্ত্র নিয়ে সেদিনের মিছিলে যোগদান করেছিল ওই যুবক? কারও নির্দেশ ছিল ? অস্ত্রই বা পেল কোথা থেকে পেল? এই সকল প্রশ্নের উত্তর পাওয়া যাবে অভিযুক্ত মুখ খুললেই। আগামীকে যুবককে আদালতে পেশ করা হবে বলে জানা যাচ্ছে।