বাংলা হান্ট ডেস্কঃ রামনবমীর (Ram Navami) মিছিল নিয়ে ধুন্ধুমার দশা রাজ্যে। হাওড়ায় (Howrah) রামনবমীর শোভাযাত্রায় অস্ত্র হাতে মিছিলে এক যুবকের যোগদানের ভিডিয়ো টুইট করেছিলেন তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। গতকাল ভিন রাজ্য বিহার থেকে হাওড়া পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন সুমিত সাউ নামের সেই যুবক।
জানা গিয়েছে পশ্চিমবঙ্গ থেকে পালিয়ে মুঙ্গেরে নিজের এক আত্মীয়র বাড়িতে গা ঢাকা দিয়ে ছিল সেই যুবক। সেখান থেকে তাকে পাকড়াও করে ইতিমধ্যেই হাওড়ায় নিয়ে আসা হয়েছে। আজ তাকে আদালতে তোলা হবে। অন্যদিকেই এর মধ্যেই অভিযুক্ত সুমিত সাউকে নিয়ে চাঞ্চল্যকর দাবি করে বসলেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)।
এদিন সকালে ট্যুইট করে সুকান্তবাবুর দাবি, শাসকদলের বিধায়ক গৌতম চৌধুরীর ঘনিষ্ঠ এই ধৃত সুমিত সাউ। রাজ্য বিজেপি সভাপতি তৃণমূলের কর্মসূচিতেও দেখা গিয়েছে সুমিতকে। এমনটাই জানিয়েছেন অভিযুক্তর মা। তৃণমূলের চক্রান্ত ফাঁস হয়ে গিয়েছে বলে দাবি করে সুকান্ত আরও বলেন, আগ্নেয়াস্ত্র সহ নিজেদের লোক ঢুকিয়ে তারপর গ্রেফতার করা হয়েছে? বিজেপি ও হিন্দুদের বদনাম করার চেষ্টা হচ্ছে?
অন্যদিকে সুকান্তর অভিযোগ নিয়ে ইতিমধ্যেই মুখ খুলেছেন তৃণমূল বিধায়ক গৌতম চৌধুরী। তিনি বলেন, “উনি মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েছেন। ওঁকে ভালো কোনও ডাক্তার না দেখালে কিছু হবে না। উত্তর হাওড়ার বুথের প্রেসিটেন্ট, ওয়ার্ড সভাপতি থেকে আজ আমি বিধায়ক হয়েছি। দল করছি ১৯৯৮ সাল থেকে। ২০২১ সালে বিধায়ক হয়েছি। আমরা এলাকায় ২৩২ট বুথে এমন কোনও ছেলে নেই যাকে আমি চিনব না। সুকান্ত মজুমদার পুরো পাগল হয়ে গিয়েছে। ও বড় নাকি শুভেন্দু বড় এনিয়ে ঝগড়া করতে করতে ওর জীবনটা বেকার হয়ে গিয়েছে। সুমিতের সঙ্গে যাদের ছবি দেখছেন তারা কি তৃণমূলের নেতা? আগামী লোকসভা নির্বাচনে লড়তে হবে। তার আগে শরীরটাকে একটু ফিট করুন উনি। আগে নিজেকে সুস্থ করুন সুকান্ত।”
প্রসঙ্গত, অভিযুক্ত যুবকের ভিডিও টুইট করে শুক্রবার বিজেপিকে আক্রমণ করেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ডো অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক লিখেছিলেন, “ফের দাঙ্গার ফর্মুলা নিয়ে মাঠে নেমেছে বিজেপি। এক সম্প্রদায়কে অন্যের বিরুদ্ধে উসকে দেওয়া হচ্ছে। উদ্দেশ্যপ্রণোদিতভাবে সাম্প্রদায়িক অশান্তি ছড়ানো হচ্ছে। রাজনৈতিক সুবিধা পাওয়ার চেষ্টা।” শুধু অভিষেকই নয় একই ভিডিও টুইট করেছিলেন সাংসদ মহুয়া মৈত্র, তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ-সহ একাধিক নেতা-মন্ত্রী।